Nadia News: খোলা আকাশের নিচে শিশুদের পুষ্টিকর খাবার রান্না, ছাউনি করে দেওয়ার আশ্বাস প্রধানের
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
আইসিডিএস সেন্টারের রান্না হচ্ছে খোলা জায়গায়! উঠছে শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। এই খবর প্রকাশ হতেই ছাউনি করে দেওয়ার আশ্বাস প্রধানের।
নদিয়া: খোলা আকাশের নিচেই চলছে শিশুদের পুষ্টিকর খাবার রান্না ! দোষারোপ একে অন্যের বিরুদ্ধে। এই খবর হতেই ছাউনি করে দেওয়ার আশ্বাস প্রধানের। আইসিডিএস সেন্টারের রান্না হচ্ছে খোলা জায়গায় উঠছে শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। একাধিকবার প্রধান কিংবা জনপ্রতিনিধিদের জানিয়েও কোনও কাজ হয়নি অভিযোগ একে অন্যের বিরুদ্ধে । শিশুদের শরীর খারাপ হলে দায়িত্ব কি সরকার নেবে? প্রশ্ন অভিভাবকদের। খবর হতেই আইসিডিএস সেন্টারের রান্নার জায়গা তৈরি করে দেওয়ার আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের।
নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সাহেবডাঙ্গা এলাকায় মধ্যপাড়া এবং উত্তরপাড়ার আইসিডিএস সেন্টার ৬৬ এবং ৩৩৭ এর রান্না হচ্ছে একই জায়গায় খোলা আকাশের নিচে। দুটি আইসিডিএস সেন্টারের প্রায় শতাধিক শিশুর খাবার উন্মুক্তভাবেই রান্না হওয়ার কারণে উঠছে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন। এ বিষয়ে ৬৬ নম্বর আইসিডিএস সেন্টারের আইসিডিএস কর্মী সরস্বতী হালদার জানাচ্ছেন দীর্ঘ দেড় বছর আগে তিনি এই আইসিডিএস সেন্টারের দায়িত্ব পান একাধিকবার রান্নার জায়গা প্রসঙ্গে সংশ্লিষ্ট দফতর এবং প্রধানকে লিখিত ভাবে জানানো হলেও কোনরকম সদুত্তোর পাওয়া যায়নি।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
আইসিডিএস সেন্টারের পড়াশোনার জন্য ঘর থাকলেও রান্নার ঘর নেই তাতে অসুবিধায় পড়তে হচ্ছে যথেষ্ট। এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও তাদের মিড ডে মিলের ঘর রয়েছে। তবে সেই প্রাইমারি স্কুলের পাশেই খোলা জায়গায় রান্না হচ্ছে দু দুটি আইসিডিএস সেন্টারের শিশুদের পুষ্টিকর খাবার। হরিপুর পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান তার কাছে লিখিত কোনও আবেদন আসেনি তবে সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি দায়িত্ব নিয়ে আগামী দু মাসের মধ্যে যাতে এই অসুবিধার সুরুহা করা যায় তার ব্যবস্থা নেবেন।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: খোলা আকাশের নিচে শিশুদের পুষ্টিকর খাবার রান্না, ছাউনি করে দেওয়ার আশ্বাস প্রধানের