Contai Teacher : বছরভর মিলবে খাবার ও পানীয, বাড়ির ছাদে পশুপাখিদের জন্য ‘বাপের হোটেল’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Contai Teacher : এই খাবার ও পানীয় জল কিন্তু মানুষের জন্য নয, পশুপাখিদের জন্য।
কাঁথি: কাঁথির শিক্ষক শ্যামল জানা, শিক্ষকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে থাকেন। বছরভর দুঃস্থ মানুষকে সাহায্য, গাছ লাগানো-সহ একাধিক সমাজসেবামূলক কাজে নিযুক্ত থাকেন তিনি। গত ২৫ এপ্রিল শিক্ষক শ্যামল জানার বিবাহবার্ষিকী ছিল। সেদিন তিনি নিজের বাড়ির ছাদে 'বাপের হোটেল' নামে বিনামূল্যে সারা বছর খাবার ও পানীয় জলের ব্যবস্থা করলেন। তবে এই খাবার ও পানীয় জল কিন্তু মানুষের জন্য নয, পশুপাখিদের জন্য।
বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে কমছে পশুপাখির আশ্রয়স্থল। আশ্রয়হীন হয়ে মাঝে মাঝেই লোকালয়ে খাবারের খোঁজে চলে আসছে তারা। আবার তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে খাল-বিল নদী-নালা। পশু পাখিদের জন্য পানীয় জলের সংকট বিশেষভাবে গরমকালে দেখা যায়। তাই বছরভর পশু পাখিদের জন্য শ্যামলবাবু চালু করেছেন খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা।
advertisement
advertisement
আরও পড়ুন : মাটির নীচে তুষের ধিকিধিকি আগুনে পাকানো হয় কাঁচা বেল
শুধু পশুপাখিদের জন্য নয়, ইতিমধ্যে সাড়ে তিনশোরও বেশি বটবৃক্ষের চারা রোপণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। সারা দেশজুড়ে বা প্রতিবেশী দেশগুলোতে বট বৃক্ষের চারা রোপণ করতে চান শিক্ষক শ্যামল জানা। তাঁর কথায়, "এই পৃথিবীতে সকলেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। পশুপাখি এই পরিবেশেরই অংশ। তাদের উদ্দেশে দানাশস্য, বিভিন্ন ফুল ও ঘাসের বীজ, কলা-সহ অন্যান্য ফলমূল ও পানীয় জল বাড়ির ছাদে রাখা থাকবে বছরভর। কাঁথি শহরে আরও কয়েকটি এ ধরনের বাপের হোটেল চালু করার ইচ্ছা রয়েছে।"
advertisement
( প্রতিবেদন : সৈকত শী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Contai Teacher : বছরভর মিলবে খাবার ও পানীয, বাড়ির ছাদে পশুপাখিদের জন্য ‘বাপের হোটেল’