Congress-BJP: রেলব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী! কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান বিজেপির
- Written by:Pranab kumar Banerjee
- Published by:Salmali Das
Last Updated:
Congress-BJP: বুধবার শিয়ালদহ ডিভিশনের ডি আর এম, রেল আধিকারিক-সহ পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র চেয়ারম্যান অধীর চৌধুরী রেল স্টেশনগুলি পরিদর্শন করতে বের হন।
নশিপুরঃ নশিপুর রেলব্রিজ পরিদর্শনে এলে অধীর চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান বিজেপির। বুধবার শিয়ালদহ ডিভিশনের ডি আর এম, রেল আধিকারিক-সহ পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র চেয়ারম্যান অধীর চৌধুরী রেল স্টেশনগুলি পরিদর্শন করতে বের হন। বহরমপুর বেলডাঙ্গা, কাশিমবাজার-সহ একাধিক স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ নিয়ে সরোজমিনে ঘুরে দেখেন। এদিন আজিমগঞ্জ নশিপুর রেল ব্রিজে কাজ দেখতে গেলে বিজেপি কর্মীরা কালো পতাকা দেখান ও গো ব্যাক শ্লোগান দিতে থাকে। আর যা নিয়ে উত্তেজনা শুরু হয়।
আরও পড়ুনঃ ভোট ঘোষণা এখনও বাকি! তার আগেই ময়দানে সাংসদ, প্রচারে করলেন দেওয়াল লিখন
প্রসঙ্গত, আজিমগঞ্জ নশিপুর রেলব্রিজের কাজ প্রায় ১০ বছর ধরে জমি জটের কারনে আটকে ছিল। বছর খানেক ধরে জমিজট কাটিয়ে খুব দ্রুত গতিতে কাজ শুরু হয়। কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত নশিপুর রেলব্রিজ। কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে রেল লাইনের উপর দিয়ে ট্রায়াল রান হয়েছে। এই রেল ব্রিজ হয়ে গেলে শুধু উত্তরবঙ্গের সঙ্গেই নয় উত্তর ভারতের সঙ্গেও যোগাযোগ করা খুব সহজেই হবে।
advertisement
কারণ মুর্শিদাবাদ ও নদীয়ার জেলা মানুষকে উত্তর ভারত যেতে গেলে হাওড়া বা শিয়ালদহ হয়ে যেতে হয়। কিন্তু লালবাগের সঙ্গে আজিমগঞ্জের নশিপুরের এই রেল ব্রিজ সংযোগ স্থাপন হলে খুব সহজেই ফরাক্কা হয়ে পাটনা দিয়ে উত্তর ভারতের সঙ্গে রেল পথের যোগাযোগ হবে। যদিও বিজেপির কালো পতাকা দেখানোটাকে গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘পি এ সি-র চেয়ারম্যান হিসাবে রেল আধিকারিকদের সঙ্গে সরকারী কাজে এসেছি। নশিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল না হওয়া পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।’
advertisement
advertisement
বিজেপি নেতা সুজিত হালদার বলেন, ‘অধীর চৌধুরীর জন্য এই রেল ব্রিজের কাজ আটকে ছিল। উদ্বোধনের আগে এসে তিনি নাম কিনতে চাইছেন। নরেন্দ্র মোদির উদ্যোগেই এই জমি জট কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার অপেক্ষায়।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2024 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Congress-BJP: রেলব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী! কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান বিজেপির










