West Burdwan News : ভোট ঘোষণা এখনও বাকি! তার আগেই ময়দানে সাংসদ, প্রচারে করলেন দেওয়াল লিখন

Last Updated:

দলের সমর্থনে দেওয়াল লিখন করতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস.এস আলুওয়ালিয়াকে।

+
এস.এস

এস.এস আলুওয়ালিয়ার দেওয়াল লিখন।

কাঁকসা, পশ্চিম বর্ধমান : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও। তবে নির্বাচন যে শিয়রে, তা বুঝতে বাকি নেই আমজনতার। রাজনৈতিক দলগুলির মধ্যে চূড়ান্ত ব্যস্ততা।কিন্তু তার মধ্যেই অন্য ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলায়। ভোটের দিন ঘোষণার আগেই নিজের দলের সমর্থনে দেওয়াল লিখন করতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস.এস আলুওয়ালিয়াকে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু তার আগেই দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন সেরেছেন সাংসদ। পানাগড় বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এবং রাইস মিল এলাকায় সাংসদ গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতা-নেত্রী এবং কর্মী, সমর্থকরা। তাদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন করেছেন সাংসদ। দেওয়াল ছবির বার্তায় উঠে এসেছে ‘ফির একবার মোদি সরকার’।
advertisement
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞরা এই কার্যক্রমকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, ভোটের দিন ঘোষণা এখনও হয়নি। কিন্তু নির্বাচন আসন্ন। তাই আগেভাগে প্রচার শুরু করে দিতে চাইছে রাজনৈতিক দলগুলি। তারই অঙ্গ হিসাবে সাংসদ নিজের এলাকায় দেওয়াল লিখন করেছেন। যেখানে নিজের দলের সমর্থনে দেওয়াল লিখন করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করা হলে, প্রার্থীদের নামেও দেওয়াল লিখন, প্রচার ইত্যাদি শুরু হবে বলে তাদের মত।
advertisement
নিজের দলের সমর্থনে দেওয়াল লিখন করার পর নিজের কাজের খতিয়ান তিনি তুলে ধরেছেন। সেখানে সাংসদ জানিয়েছেন, বিগত বছরেরগুলিতে তিনি কতগুলি কাজ করেছেন। কত বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুরকে সাজিয়ে তোলার জন্য, আধুনিক করার জন্য কেন্দ্রের কতটা বরাদ্দ এসেছে, সে বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তাছাড়াও তিনি জানিয়েছেন, দুর্গাপুরে ডিটিপিএসে নতুন বিদ্যুৎ কেন্দ্র তুলে ধরা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তার ফলে দুর্গাপুরের শিল্পগুলি আবার মাথা তুলে দাঁড়াবে। বিদ্যুতের অভাব কাটবে। আসবে নতুন শিল্প।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : ভোট ঘোষণা এখনও বাকি! তার আগেই ময়দানে সাংসদ, প্রচারে করলেন দেওয়াল লিখন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement