বেলা বাড়তেই পাল্টাচ্ছে রঙ! গাছ না অন্য কিছু...! দেখেই ভয়ে পালাচ্ছেন সবাই
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Color Changing Strange Plant: সময়ের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ।
উত্তর ২৪ পরগণা: গ্রামে অদ্ভুত ধরনের উদ্ভিদ দেখে আতঙ্কিত এলাকার মানুষ। সকাল হতে দেখা মিলল এক ধরনের ফুল। যা সময়ের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। ঘুম থেকে উঠে সাতসকালে এমন দৃশ্য দেখে হঠাৎ অবাক হয়ে যান এলাকার মানুষ। এ যেন এক ধরনের অদ্ভুত ফুল!
advertisement
ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ওপাড়া তারপর এ গ্রাম থেক খবর মুহুর্তে ছড়িয়ে পড়ে আর এক গ্রামেও। শুরু হয় দূর-দূরান্ত থেকে আনাগোনা। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় মানুষেরও। সবাই একদৃষ্টিতে দেখেন এবং ভাবেন এটা কি কি ধরনের উদ্ভিদ! এমন ধরনের উদ্ভিদ দেখিয়ে কেউ কেউ ভাবেন এটি হয়তো বা কোন অলৌকিক ঘটনা। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় যেমন উপচে পড়ে ঠিক তেমনি এলাকায় এমন ধরনের নতুন এক দেখা মেলায় কৌতূহল এর পাশাপাশি চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে।
advertisement
তবে এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী। তিনি ঘটনার তারপরে দর্শন করে জানান, আসলে এটি একটি ফার্ন বা ছত্রাক জাতীয় উদ্ভিদ। এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোন কারণ নেই। একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলার সহ সম্পাদক প্রদীপ্ত সরকার জানান, অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত করা হয় না এমন জায়গায় মস বা ফার্ন জাতীয় উদ্ভিদ কিংবা ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায়। এটি তারই একটি প্রজাতি বিশেষ।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 6:08 PM IST