পুজো দিয়ে অনুব্রতকে নিজে হাতে প্রসাদ খাওয়ালেন মুখ্যমন্ত্রী

Last Updated:
 #বোলপুর: সন্তান স্নেহে অনুব্রত মন্ডলের মুখে প্রসাদ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বীরভূমের কঙ্কালীতলার সতী পিঠে পুজো দেওয়ার পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী ৷ বাদ যাননি কেষ্টাও ৷ বীরভূমে দলের জেলা সভাপতিকে নিজে হাতে খাইয়ে দিলেন তৃণমূল নেত্রী ৷
নতুন বছরের শুরুতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনদিনের সফরে বর্ধমান ও বীরভূমে এদিন পৌঁছছেন তিনি। বর্ধমানে মাটি উ‍ৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই উৎসবের মঞ্চ থেকেই বাহাত্তরটি প্রকল্পের শিলান্যাস ও পনেরোটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেইসঙ্গে বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান ও কৃষি সহায়তা যন্ত্রাংশ প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
মাটি উৎসব প্রাঙ্গণ থেকে বেরিয়ে সোজা কঙ্কালিতলায় পুজো দিতে যান তিনি ৷ সেখানেই প্রিয় দিদির হাত থেকে প্রসাদ পেয়েছেন কেষ্ট ৷  পাশে ছিলেন ইন্দ্রনীল সেনও ৷ মাসখানেক আগেই অনুব্রত মণ্ডলের ব্যবহার ও আচার আচরণে প্রবল ক্ষুব্ধ হয়েছিলেন নেত্রী ৷ গত ১১ ডিসেম্বর কাঁকসায় সরকারি সভার মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য নিয়ে অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,
advertisement
advertisement
‘বিজেপি যে ভাষায় কথা বলে, তা তৃণমূলের ভাষা নয় ৷ অন্য কেউ বাজে কথা বললেও আমরা বলব না ৷ আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব ৷ কেষ্টকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, কোনও বাজে কথা আমরা যেন না বলি ৷’
মুখ্যমন্ত্রী এদিন রাতেই যাবেন বোলপুর। সেখানে পর্যটন দফতরের অতিথি নিবাস রাঙাবিতানে থাকবেন তিনি। বুধবার বীরভূমের আহমদপুরে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল রাতেও থাকবেন বোলপুরে । বৃহস্পতিবার ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী যাবেন জয়দেবের কেঁদুলি মেলায়। সেখানে বাউল ও লোক উৎসবের উদ্বোধন করবেন তিনি। সেদিন রাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো দিয়ে অনুব্রতকে নিজে হাতে প্রসাদ খাওয়ালেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement