Kalna Santipur Bridge: কালনা-শান্তিপুর সেতু নিয়ে সুখবর! পুজোর আগেই শুরু হয়ে গেল...! আশার আলো দেখছেন স্থানীয়রা

Last Updated:

Kalna Santipur Bridge: ২০১৮ সালে কালনায় একটি সভা থেকে এই সেতুর কথা ঘোষণা করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে। এর জন্য খরচ ধরা হয় হাজার কোটি টাকা

কালনা শান্তিপুর সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হল
কালনা শান্তিপুর সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হল
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দেখতে দেখতে প্রায় ৮ বছর কেটে গিয়েছে। ভাগীরথীর উপর কালনা ও নদিয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য জমি কেনার কাজ প্রায় শেষ। এবার মাটির সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হল। ফলে ব্রিজ হওয়ার দিকে আরও একধাপ এগোল সরকার।
স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল বলেন, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কালনা শান্তিপুর ব্রিজের কথা বলেছিলেন। তার আনুষ্ঠানিক কাজ শুরু হল বলা যেতে পারে। যদিও এখনও ৯৮% জমি কেনা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখনও জমি দেননি, তাঁরাও জমি দেবেন বলে জানিয়েছেন প্রধান।
আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! ৪৪৬টি রাস্তা বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ, বদলে যাবে জেলার চেহারা
২০১৮ সালে কালনায় একটি সভা থেকে এই সেতুর কথা ঘোষণা করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে। এর জন্য খরচ ধরা হয় হাজার কোটি টাকা। কিন্তু শরিকি বিবাদ, জমির দাম নিয়ে আপত্তির মতো নানা সমস্যায় জমি জট দেখা দেয়।
advertisement
advertisement
এবার মাটির সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা। এই প্রসঙ্গে এক জমিদাতা বলেন, আমিও জমি দিয়েছিলাম। এবার কাজ শুরু হয়েছে। আমরা ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Santipur Bridge: কালনা-শান্তিপুর সেতু নিয়ে সুখবর! পুজোর আগেই শুরু হয়ে গেল...! আশার আলো দেখছেন স্থানীয়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement