পুজোর আগেই সুখবর! ৪৪৬টি রাস্তা বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ, বদলে যাবে জেলার চেহারা

Last Updated:

Nadia Road Repair: সমীক্ষায় দেখা যায়, উক্ত আবেদনের মধ্যে ৪৪৬টি রাস্তা বেহাল। সেগুলির অতিসত্বর সংস্কার প্রয়োজন। এরপরই ওই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন জেলা প্রশাসনের আধিকারিকরা

নদিয়ায় রাস্তা সংস্কারের উদ্যোগ
নদিয়ায় রাস্তা সংস্কারের উদ্যোগ
নদিয়া, সমীর রুদ্রঃ দুর্গাপুজোর আগেই নদিয়া জেলার ৪৪৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী হল জেলা প্রশাসন। আনুমানিক ২৩৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭০০ কিমি রাস্তা সংস্কার করা হবে। বাইকে চেপে রাস্তা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
নদিয়া জেলার বিভিন্ন গ্রাম ও শহরের প্রায় ৪৪৬টি রাস্তা সংস্কারের উদ্যোগ নিল নদিয়া জেলা প্রশাসন। এই রাস্তাগুলির মোট দৈর্ঘ্য প্রায় ৭০০ কিমি। সেগুলি সংস্কার করতে আনুমানিক ২৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিন আকাশের মুখভার! উত্তরের ‘এই’ জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, হাওয়া অফিসের মেগা আপডেট
নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনপ্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫০৬টি বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জমা পড়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় গ্রামোন্নয়ন দফতর। নির্দেশ পেয়ে শুরু হয় সমীক্ষার কাজ। এর পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক নিজে বাইকে চেপে বেহাল রাস্তাগুলি পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
advertisement
advertisement
সমীক্ষায় দেখা যায়, উক্ত আবেদনের মধ্যে ৪৪৬টি রাস্তা বেহাল। সেগুলির অতিসত্বর সংস্কার প্রয়োজন। এরপরই ওই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সমীক্ষায় দেখা যায়, ওই ৪৪৬টি রাস্তার মোট দৈর্ঘ্য ৭৭০ কিমি। এরমধ্যে ৩৪১টি পিচের রাস্তা এবং ১০৫টি কংক্রিটের রাস্তা নির্মাণ করতে হবে। যার জন্য খরচ হবে প্রায় ২৩৮ কোটি টাকা।
advertisement
ইতিমধ্যেই খসরা বাজেট তৈরি করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে জমা দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। আর্থিক অনুমোদন এলেই শুরু হবে কাজ। প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে খুশির হাওয়া। এর ফলে প্রায় কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগেই সুখবর! ৪৪৬টি রাস্তা বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ, বদলে যাবে জেলার চেহারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement