আইন-শৃঙ্খলা নিয়ে বিধায়ক-পুলিশ প্রশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিকেই। হাওড়ার প্রশাসনিক সভায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

#হাওড়া: এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিকেই। হাওড়ার প্রশাসনিক সভায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা মঞ্চ থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কাজ করতে নির্দেশ দিলেন দলীয় বিধায়কদের। তাঁর বক্তব্য, জলাভূমি ভরাট, জমি দখল কিংবা বেআইনি বাড়ির ঘটনা বরদাস্ত করবে না প্রশাসন। এলাকায় নজরদারি বাড়াতে পুলিশকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। জনপ্রতিনিধিদের মধ্যে ঝামেলায় উন্নয়ন আটকে থাকলে তাও বরদাস্ত করা হবে না। হাওড়ার প্রশাসনিক সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়া জেলায় শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এব্যাপারে প্রশাসনের কড়া মনোভাব স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জলাভূমি ভরাট বরদাস্ত করব না ৷ কারও ব্যক্তিগত স্বার্থের জন্য দল কোনওভাবে ভুগবে না ৷’
advertisement
advertisement
জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন হাওড়া পুরসভার মেয়র। জেলা পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়নের কাজ থমকে আছে বলে অভিযোগ। এনিয়ে অভিযোগ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়তে হল জেলা পরিষদের সভাপতিকে। একই কারণে বালির বিধায়ককেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বাকি বিধায়কদের সংযত হয়ে কাজ করতেও নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
ধূলাগড়ের ঘটনায় পুলিশি ব্যর্থতার কথা মেনে নিয়েই নতুন নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘ভাল করে এলাকা পরিদর্শন করুন ৷ এলাকায় বহিরাগত ঢুকছে ৷ আপনারা ভাল করে সামলাতে পারেননি ৷ তাই জন্য লোকে ভুলভাল রটাচ্ছে ৷ পুলিশ কখনও গা বাঁচিয়ে চলতে পারে না’,পুলিশকে এদিন মৃদু ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে আইনের শাসন বজায় রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। প্রশাসনিক সভা থেকে আরও একবার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নির্দেশ, ‘কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে মোকাবিলা করুন ৷ কে কোন দল না দেখে ব্যবস্থা নিন ৷ যে কোনও অভিযোগ গুরুত্ব দিয়ে দেখুন ৷ কাজের পর ফোনে কথা বলুন ৷ মানুষের সঙ্গে কথা বলুন ৷ আপনি চমকাবেন আর আপনাদের চমকাবে না ৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আইন-শৃঙ্খলা নিয়ে বিধায়ক-পুলিশ প্রশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement