মাত্র ১৫০ টাকায় সুরক্ষিত করুন সন্তানের ভবিষ্যত! ছেলেমেয়ে সঞ্চয় করা শিখবে হাতকলমে! রইল মজাদার উপায়ের খোঁজ

Last Updated:

Clay Piggy Bank : আকর্ষণীয় পিগি ব্যাংক বিক্রি হচ্ছে পুরুলিয়ায়, দাম শুনলে অবাক হবেন আপনিও! চাহিদাও যথেষ্ট ভাল রয়েছে। ১২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

+
কার্টুন

কার্টুন পিগি ব্যাংক

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পিগি ব্যাংক তথা ভান্ডার বা কুপ ভাঁড়। তবে বর্তমান প্রজন্মের শিশুরা এখন আর পিগি ব্যাংকে টাকা জমায় না। তাই শিশুদের মধ্যে কুপ ভাঁড়ের প্রতি আকর্ষণ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার এক মৃৎশিল্পী।
বিভিন্ন ধরনের কার্টুন, পশু পাখির মাধ্যমে কুপ ভাঁড়েকে নতুন রূপে সাজিয়ে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তুলেছেন তিনি। রয়েছে ডোরেমন, হাঁস, পেঁচা, মাছ সহ বিভিন্ন ধরনের মাটির ভাঁড়। আর এই বিভিন্ন ধরনের ভাঁড় দেখে শিশুরা উৎসাহের সঙ্গে তা ঘরে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী লালমোহন প্রজাপতি বলেন, বাচ্চাদের আকর্ষণ বাড়াতে এই ধরনের ভাঁড় তিনি তার দোকানে রেখেছেন।
advertisement
আরও পড়ুন : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি
এগুলি বাইরে থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনান তিনি। চাহিদাও যথেষ্ট ভাল রয়েছে। ১২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই সমস্ত ইউনিক পিগি ব্যাংক। এ বিষয়ে দোকানে আসা এক ক্রেতা লালমোহন মাহাতো বলেন, এইরকম অভিনব মাটির ভাঁড় তিনি আর অন্য কোথাও দেখতে পাননা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই বাচ্চাদের জন্য তিনি এই ধরনের ভাঁড় কিনে থাকেন। খুবই সুন্দর দেখতে ভাঁড় গুলি। উল্লেখ্য, প্লাস্টিকের জিনিসের দাপটে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। কিন্তু আবার মাটির জিনিসের প্রতি ঝোঁক বাড়ছে। অন্দিকে মৃৎশিল্প বাঁচাতে নিত্য নতুন ডিজাইনের সামগ্রী তৈরি করছেন মৃৎশিল্পীরা। তার মধ্যে সকলেরই নজর কেড়েছে এই অত্যাধুনিক ডিজাইনের পিগি ব্যাংক। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ১৫০ টাকায় সুরক্ষিত করুন সন্তানের ভবিষ্যত! ছেলেমেয়ে সঞ্চয় করা শিখবে হাতকলমে! রইল মজাদার উপায়ের খোঁজ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement