Fishing Cat : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Fishing Cat : মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা। তাতেই ধরা পড়েছে এই বাঘরোল।
নামখানার রাধানগরে ধরা পড়ল বাঘরোল(ফিশিং ক্যাট)। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। বর্তমানে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন দফতরের কর্মীরা। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য-প্রাণী। বাঘরোল ভারতীয় বন্যপ্রাণ (সংরক্ষণ) সংশোধন আইন, ২০২২-এর তফসিল ১-এর তালিকাভুক্ত। ফলে বাঘরোল সংরক্ষণ করা খুবই জরুরি।
advertisement
জানা গিয়েছে স্থানীয় সেখ আবিদ এর মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা।
advertisement
খাঁচাতেই ধরা পড়েছে বাঘরোলটি। বাঘরোলের ইংরেজি নাম ফিশিং ক্যাট। সেটির বাংলা করে অনেকেই বাঘরোলকে ডাকেন মেছো বিড়াল বলে। নদী-নালা থেকে মাছ ধরে খেতে বাঘরোল বিশেষ ভাবে দক্ষ।
advertisement
পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল লম্বায় ৪০ ইঞ্চি মতো হতে পারে, সেই সঙ্গে ১২ ইঞ্চি মতো লেজ। অর্থাৎ লেজটা দেহের তুলনায় কিছুটা খাটো। দেহের ওজন হয় ৮ থেকে ১৫ কিলোগ্রাম।
advertisement