Student Sudden Death: এক ছাদ থেকে অন্য ছাদে লাফাতে গিয়ে পা হড়কে গেল ছাত্রের! ত্রিপল টাঙাতে গিয়ে সব শেষ
- Published by:
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
সাগরদিঘি, কৌশিক অধিকারী: ছাদে ত্রিপল টাঙাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত টিকটিকি পাড়া এলাকায়। মৃত কিশোর ইয়ামিন শেখ ষষ্ঠ শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তাতেই ঘরের ছাদ ফুটো করে জল পড়ছিল। তাই ইয়ামিনকে তার মা ছাদে ত্রিপল টাঙাতে যেতে বলেন। মায়ের কথা মত ত্রিপল টাঙাতে গিয়েই বিপর্যয় ঘটে। ত্রিপল টাঙানোর জন্য এক ছাদ থেকে আরেক ছাদে যেতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যায় ওই কিশোর। গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে গ্রামের বাসিন্দারা ছুটে আসেন। সকলে মিলে তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: পুকুর নয়, ওটা রাস্তা! জাল ফেলে দেদার ধরা হচ্ছে মাছ
মৃত কিশোরের আত্মীয় তুহিনা খাতুন জানান, এক ছাদ থেকে আরেক ছাদে সহজেই যাওয়া যায়। তাই ইয়ামিন ভেবেছিল সহজেই যেতে পারবে। কিন্তু বৃষ্টিতে ছাদ ভিজে থাকার কারণেই পা পিছলে নিচে পড়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিকে পুলিশ ময়নাতদন্ত শেষে মৃত কিশোরের দেহ তার পরিবারের হাতে তুলে দেয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Sudden Death: এক ছাদ থেকে অন্য ছাদে লাফাতে গিয়ে পা হড়কে গেল ছাত্রের! ত্রিপল টাঙাতে গিয়ে সব শেষ