Road Fishing: পুকুর নয়, ওটা রাস্তা! জাল ফেলে দেদার ধরা হচ্ছে মাছ

Last Updated:

চলার রাস্তায় ঘুরছে মাছ, পরছে জালে ধরা! জেলা সদর শহরের এ কি হাল

+
রাস্তায়

রাস্তায় জাল ফেলে মাছ ধরা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলার সদর শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মাছ। আবার মনের আনন্দে সেখানে জাল ফেললে তাতে ধরাও পড়ছে রুই-কাতলা! এমন আজব কান্ড দেখা গেল বারাসত শহরের রাস্তায়। পুকুর বা জলাশয় নয়, জাল ফেলে মাছ ধরা চলছে রাস্তাতেই!
বর্ষার বৃষ্টিতে এমনই বেহাল অবস্থা বারাসতের পথঘাটের। জলবন্দি অবস্থায় দিন কাটছে মানুষের। বাড়ির সামনের রাস্তা এখন কার্যত হয়ে গিয়েছে জলাশয়। টানা বৃষ্টিতে জলমগ্ন বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের অনন্তপুর লোকনাথ সরণি, ছয় নম্বর ওয়ার্ডের নবপল্লি এলাকা সহ বিস্তীর্ণ অঞ্চল।
আর‌ও পড়ুন: বর্ষায় বোলপুরে যাবেন ভাবছেন? এই রাস্তা এড়িয়ে চলুন
কোথাও হাঁটু সমান জল জমে, কোথাও জল উঠেছে কোমরের উপরে। এই অবস্থায় প্রায় ২০০ এরও বেশি পরিবার প্রচন্ড সমস্যায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এটাই পরিচিত ছবি হয়ে উঠেছে। পুর কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের বিষয়ে বিশেষ একটা পদক্ষেপ করেনি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বছর বৃষ্টি বেশি হওয়ায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টি হলেই বেড়ে যাচ্ছে জলের পরিমাণ। ফলে ঘরবন্দি হয়ে পড়েছে সবাই। জমা ময়লা জলে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে জলবাহিত রোগ। সব মিলিয়ে নরকযন্ত্রণায় দিন কাটছে তাঁদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন বারাসত পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের নবপল্লি এলাকায় গিয়ে দেখা গেল, এক মৎস্যজীবী রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন। কিন্তু শুধু মাছই নয়, সঙ্গে ধরা পড়েছে বিষধর চন্দ্রবোড়া সাপ। ফলে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কয়েকগুণ বেড়ে গিয়েছে। এলাকার মানুষ যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Fishing: পুকুর নয়, ওটা রাস্তা! জাল ফেলে দেদার ধরা হচ্ছে মাছ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement