Chinsurah: সাইকেল চালিয়ে ৩ হাজার কিলোমিটার! পরিবেশ সচেতনতার বার্তা দিতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক

Last Updated:

Chinsurah: ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার যুবক। সোমবার চুঁচুড়ার ষান্ডেশ্বর তলায় শিব মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

শুভজিৎ দাস
শুভজিৎ দাস
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক। ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার শুভজিৎ দাস। ২৬ বছরের এই যুবক সাধারণ মানুষকে ‘সবুজ স্থাপন সবুজ বাঁচান’ সচেতনা বৃদ্ধির চেষ্টায় নিজের সাইকেল নিয়ে ভারত ভ্রমণের উদ্দেশে বেরিয়ে পড়লেন।
চুঁচুড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা শুভজিৎ। ষান্ডেশ্বর তলায় তাঁর ছোট্ট চায়ের দোকান রয়েছে। সেই দোকান চালিয়ে যা উপার্জন হয়, সেখান থেকেই কিছু অর্থ জমিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন শুভজিৎ। প্রথমে উড়িষ্যার পুরী যাবেন। তারপর সেখান থেকে মল্লিকার্জুন, রামেশ্বরম, কন্যাকুমারী হয়ে চুঁচুড়ায় ফিরবেন। রামেশ্বরম থেকে জল নিয়ে মহাদেবের কাছে অর্পণ করবেন এই যুবক।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনের ছেলেমেয়েদের জন্য দারুণ মঞ্চ! প্রান্তিক এলাকায় প্রতিভার খোঁজে BSF, অভিনব আয়োজনে খুশি স্থানীয়রা
সাইকেলে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে শুভজিতের সময় লাগবে ৫০ দিন। সোমবার চুঁচুড়ার ষান্ডেশ্বর তলায় শিব মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তাঁর একটাই লক্ষ্য, ভারতের বিভিন্ন শহর, গ্রামেগঞ্জে ঘুরে মানুষকে গাছ লাগানোর জন্য সচেতন করবেন। এটা করতে গিয়ে ইতিমধ্যেই তিনি নিজের সমস্ত পুঁজি ব্যয় করে ফেলেছেন।
advertisement
advertisement
শুভজিৎ বলেন, মানুষকে ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ বার্তা দিতে সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়েছি। আমি মানুষজনের ব্যবহার দেখতে চাই। চায়ের দোকান চালিয়ে যা উপার্জন করি সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে এই ভ্রমণের উদ্দেশে বেরোই। রাতে রাস্তায় কোনও পেট্রোল পাম্প বা মন্দিরে আশ্রয় নিতে হয়। এই যুবকের মা প্রতিমা দাস বলেন, সবাই ট্রেনে করে যায়, ছেলের ইচ্ছা সাইকেলে যাবে। আমরা তাঁকে কোনও বাধা দিইনি। আমরা চাই ভাল ভাবে যাক, ভাল ভাবে ফিরে আসুক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinsurah: সাইকেল চালিয়ে ৩ হাজার কিলোমিটার! পরিবেশ সচেতনতার বার্তা দিতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement