'জিএসটি তুলে দেওয়া উচিৎ! টাকা বিজেপিশাসিত রাজ্য পাচ্ছে, ' শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা ও ধ্বসে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ, কৃষক সহায়তা ও স্বাস্থ্য পরিষেবা ঘোষণা করেন।

শিলিগুড়ি, ১০ নভেম্বর: উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিক ও উত্তরবঙ্গের জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে। বন্যা ও ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা, চা শ্রমিকদের জন্য নতুন স্বাস্থ্য পরিষেবা এবং পুনর্গঠন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
বৈঠকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের মোট ২২টি জেলা ভার্চুয়ালি যুক্ত থাকবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তরবঙ্গের পুনর্গঠনে ১৬১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হবে।
advertisement
advertisement
“জি এস টি তুলে দেওয়া উচিৎ” বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।  তাঁর কথায়, “নিজেদের মস্তিস্ক প্রসূত মরুভূমি বৃক্ষ থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার দিয়ে আমাদের শেয়ারের টাকা না দিয়ে বিজেপিশাসিত রাজ্যকে দিচ্ছে। তারা প্রোগ্রামের নাম ঠিক করবে। কে কী পড়বে চাপিয়ে দেবে। কে কী খাবে চাপিয়ে দেবে। রাজ্যের জি এস টি লুট বলছে ঝুট। স্বাস্থ্য বীমার জি এস টি মুকুব করতে গিয়ে সব রাজ্যের থেকে টাকা নিয়ে করেছে। এখন বলেছে ওরা করেছে। আমাদের রাজ্যের জি এস টি ফান্ড থেকে ২০ হাজার কোটি টাকা গেছে। এর জন্য কোনও ক্রেডিট নেই গদ্দার, মীরজাফরদের। এত বড় দার্জিলিংয়ে বিপর্যয় হওয়ার পরেও এক টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'জিএসটি তুলে দেওয়া উচিৎ! টাকা বিজেপিশাসিত রাজ্য পাচ্ছে, ' শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement