Sundarban Tourism: বন্ধ থাকবে বোট-লঞ্চ, ডিসেম্বর মাসে ২ দিন পুরোপুরি বন্ধ সুন্দরবন ভ্রমণ! কর্তৃপক্ষের নির্দেশে মন খারাপ ভ্রমণ পিপাসু বাঙালিদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
শহরজুড়ে ঠাণ্ডা আমেজ, সকাল সকাল হিমের পরশ, ভোর হতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর কলকাতা। জানান দিচ্ছে শীত আসন্ন। আর শীত মানেই ভ্রমণ প্রিয় বাঙালির কাছেপিঠের গন্তব্য হয়ে ওঠে সুন্দরবন বাঘও দেখা হবে, আবার গঙ্গা সফরও হবে। তাই তো ডিসেম্বর পড়তেই সুন্দরবনে ভিড় জমায় অধিকাংশ বাঙালি।
advertisement
advertisement
আগামী ১১-১২ ডিসেম্বর সুন্দরবনে বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে। সেই কারণেই পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি চার বছরে এই সময়েই বাঘের সংখ্যা নির্ধারণের জন্য সুন্দরবনে শুমারি চালানো হয়। জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা, বাঘের পায়ের ছাপ এবং অন্যান্য প্রাকৃতিক চিহ্ন বিশ্লেষণের মাধ্যমে বাঘ গণনার কাজ সম্পন্ন হয়।
advertisement
হিসেব মতো আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়। আর শুমারি চলাকালীন পর্যটকদের যাতায়াত এবং শব্দদূষণ এই কাজের বিঘ্ন ঘটাতে পারে। তাই ওই দুই দিন পুরো জঙ্গল পর্যটকবিহীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
টাইগার রিজার্ভের নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, শুধু পর্যটক নয়, ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবনে ভ্রমণের জন্য অনলাইন বুকিংও বন্ধ হয়ে যাবে। তাই এই দুই দিন সুন্দরবনের কোনও পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এদিকে বোর্ডের এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরেই বোট মালিক ও ট্যুর অপারেটরদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
advertisement
দুদিন সুন্দরবন বন্ধ থাকায় তাদের ব্যবসার অনেক ক্ষতি হবে। যদিও সুন্দরবন বোট মালিক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা ইতিমধ্যেই পর্যটকদের বুকিং বাতিলের ব্যবস্থা শুরু করেছে এবং অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে ব্যবসায়ের ক্ষতির হলেও পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার স্বার্থে তাঁরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
