Sundarbans: সুন্দরবনের ছেলেমেয়েদের জন্য দারুণ মঞ্চ! প্রান্তিক এলাকায় প্রতিভার খোঁজে BSF, অভিনব আয়োজনে খুশি স্থানীয়রা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Sundarbans: এই উদ্যোগে যেমন স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও মজবুত হচ্ছে, তেমনই আগামী দিনে এখানকার ছেলেমেয়েরা নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণাও পাচ্ছে।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ সুন্দরবনের প্রান্তিক এলাকা জুড়ে প্রতিভার খোঁজে বিএসএফ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি হাই স্কুলের মাঠে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর ৭৭ নং ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম। সুন্দরবনের প্রান্তিক এলাকার তরুণদের প্রতিভা খুঁজে বের করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
দিনভর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গোবিন্দকাঠি, সাহেবখালি, পারঘুমটে, শামসেরনগর ও স্যান্ডেলের বিল হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন। মাঠ জুড়ে চলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুধু খেলাধুলা নয়, দিনভর ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও দেশপ্রেমের সুরে ভরপুর নানা অনুষ্ঠান।
আরও পড়ুনঃ বাজেটের মধ্যে দারুণ কালেকশন! শহরে বসেছে তিব্বতিদের বাজার, ডিজাইনার পোশাক নিয়ে হাজির সিকিম, অসমের ব্যবসায়ীরাও
৭৭ নং ব্যাটেলিয়নের কমান্ডার অজয় কুমার জানান, “সুন্দরবনের মতো সীমান্তবর্তী অঞ্চলে প্রতিভার কোনও অভাব নেই। আমাদের লক্ষ্য হল, এই প্রতিভাগুলিকে খুঁজে বের করে তাঁদের সঠিক দিশা দেওয়া। খেলাধূলার মাধ্যমে তাঁরা যেমন সুস্থ সমাজের দিকপাল হতে পারবে, তেমনই দেশের প্রতি ভালবাসাও আরও গভীর হবে।”
advertisement
advertisement
সুন্দরবনের মতো দুর্গম ও প্রান্তিক এলাকায় বিএসএফ-এর এই ধরনের কর্মসূচি শুধু খেলাধুলার আয়োজন নয়, এটি এক সামাজিক উদ্যোগ, যা সীমান্ত এলাকার তরুণদের মূল স্রোতে আনার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এই উদ্যোগে যেমন স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও মজবুত হচ্ছে, তেমনই আগামী দিনে এখানকার ছেলেমেয়েরা নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণাও পাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের প্রবীণরা মনে করছেন, এই ধরনের কর্মসূচি সুন্দরবনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। কারণ শিক্ষা ও খেলাধূলার মাধ্যমে তরুণরা যেমন নিজেদের দক্ষতা বাড়াতে পারছে, তেমনই গড়ে উঠছে শৃঙ্খলা, আত্মনিবেদন ও দেশপ্রেমের মানসিকতা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসএফ আধিকারিকেরা। উচ্ছ্বসিত মুখে খেলোয়াড়দের একটাই বার্তা, “এই সুযোগ আমাদের স্বপ্নকে ছুঁতে সাহায্য করবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 10, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans: সুন্দরবনের ছেলেমেয়েদের জন্য দারুণ মঞ্চ! প্রান্তিক এলাকায় প্রতিভার খোঁজে BSF, অভিনব আয়োজনে খুশি স্থানীয়রা









