Tibetan Market: বাজেটের মধ্যে দারুণ কালেকশন! শহরে বসেছে তিব্বতিদের বাজার, ডিজাইনার পোশাক নিয়ে হাজির সিকিম, অসমের ব্যবসায়ীরাও

Last Updated:

Tibetan Market: প্রতিবছরই জাঁকালো শীতের মুখে মালদহে এই শীতবস্ত্রের বাজার বসে। এখানে চামড়ার জ্যাকেট, উলের সোয়েটার থেকে শার্ট, প্যান্ট, চাদর, শাল ইত্যাদি একাধিক রকম আধুনিক ডিজাইনের স্বল্প মূল্যের ও নামিদামি শীতবস্ত্র পাওয়া যায়।

+
তিব্বতি

তিব্বতি মার্কেট

মালদহ, জিএম মোমিনঃ হাড় কাঁপানো ঠান্ডার আগে মালদহে শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির তিব্বতিরা। শীতের মরশুমে পাহাড়ি এলাকায় ঘুরতে ভালবাসেন অনেকে। তবে সেই জায়গায় ঘোরার ক্ষেত্রে প্রয়োজন ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য বিশেষ‌ শীতবস্ত্রের। তাই এবার শীতের মুখে জেলাবাসীকে পাহাড়ি এলাকার উন্নত মানের শীতবস্ত্রের জোগান দিতে মালদহ শহরে‌ বসল হিমালয়ান তিব্বতি উলেন মার্কেট।
প্রতিবছরই শীতের মরশুমে প্রায় ৩ মাসের জন্য মালদহে দোকান সাজিয়ে বসেন ভারতের বিভিন্ন রাজ্যে থাকা তিব্বতিরা। মালদহ শহরের শুভঙ্কর শিশু উদ্যান সংলগ্ন বাঁধ রোড এলাকায় শীতবস্ত্রের এই বাজার রয়েছে। এক তিব্বতি শীতবস্ত্র বিক্রেতা তাশী তপগয়াল জানান, শীতের মরশুমে প্রতি বছরই এখানে এসে শীতবস্ত্রের দোকান দিই। হিমাচল প্রদেশ, সিকিম, অসম ইত্যাদি বিভিন্ন রাজ্যের তিব্বতিরা এই বাজারে দোকান করি। এখানে প্রায় ১৬টি দোকান রয়েছে। এই বছর ছোট থেকে বড়, সব ধরনের নিত্যনতুন পোশাকের কালেকশন রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মালদহে! ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে পিষে গেলেন ২, পলাতক চালক
এক ক্রেতা রাইয়ান আলী জানান, “প্রায়শয়ই শহরে এসে শীতবস্ত্রের বাজার করে থাকি। প্রতি বছরই এই জায়গায় শীতবস্ত্রের বাজার বসে, তাই এখানে আসলাম। এই বাজারে একটা জিনিস ভাল লাগল, দর কষাকষি ছাড়াই সমস্ত দোকানে একদরের পোশাক রয়েছে। দাম হিসেবে ভাল মানের শীতবস্ত্র আছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার এই মার্কেটকে কেউ নেপালি মার্কেট বলেন, কেউ আবার বলেন ভুঁটিয়া মার্কেট। যদিও এই মার্কেট আসলে তিব্বতিদের মার্কেট। প্রতিবছরই জাঁকালো শীতের মুখে মালদহে এই শীতবস্ত্রের বাজার নিয়ে বসেন তাঁরা। এখানে চামড়ার জ্যাকেট, উলের সোয়েটার থেকে শার্ট, প্যান্ট, চাদর, শাল ইত্যাদি একাধিক রকম আধুনিক ডিজাইনের স্বল্প মূল্যের ও নামিদামি শীতবস্ত্র পাওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tibetan Market: বাজেটের মধ্যে দারুণ কালেকশন! শহরে বসেছে তিব্বতিদের বাজার, ডিজাইনার পোশাক নিয়ে হাজির সিকিম, অসমের ব্যবসায়ীরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement