Chinmay Krishna Das Lawyer in India: চোখে জল, জেলে কেমন আছেন চিন্ময়কৃষ্ণ প্রভু? ভারতে এসে মুখ খুললেন বাংলাদেশের প্রবীণ আইনজীবী

Last Updated:

বাংলাদেশে ফিরে গিয়েই তিনি ফের ধৃত সন্ন্যাসীর মুক্তির জন্য লড়াই শুরু করবেন বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ৷

চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ (বাঁদিকে)৷
চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ (বাঁদিকে)৷
অরুণ ঘোষ, ব্যারাকপুর: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে জেলবন্দি করে রেখেছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার৷ এমন কি, তাঁর হয়ে আইনি সওয়াল করতে গিয়ে বিপদে পড়ছেন আইনজীবীরাও৷ খুনও হয়ে গিয়েছেন এক আইনজীবী৷ এই পরিস্থিতিতে বাংলাদেশের এক প্রবীণ আইনজীবীই ধৃত চিন্ময়কৃষ্ণের হয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন৷
বাংলাদেশের সুপ্রিম কোর্টের সেই প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য এই মুহূর্তে এ রাজ্যে এসেছেন৷ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে রয়েছেন তিনি৷ ভারতে এসেই চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি এবং তাঁতে জেলবন্দি করে রাখার চক্রান্ত নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন রবীন্দ্র বাবু৷ এমন কি, বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন তিনি৷
advertisement
advertisement
বাংলাদেশের ঢাকায় প্রায় ৩৮ বছর ধরে প্র্যাক্টিস করছেন রবীন্দ্র ঘোষ৷ তিনি নিজে একজন মুক্তিযোদ্ধাও৷ চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রামের জেলে বন্দি করে রাখা হয়েছে৷ কোনও আইনজীবী ইচ্ছে করলেও ধৃত চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তা দিতে পারছেন না দেখে নিজেই চট্টগ্রাম পৌঁছন রবীন্দ্র ঘোষ৷ তাঁর অভিযোগ, জামিন দূরে থাক, জেলে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েও বার বার তাঁকে বাধার মুখে পড়তে হচ্ছে৷
advertisement
রবীন্দ্র ঘোষের অভিযোগ, চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য প্রথমে ইনস্পেক্টর জেনারেল অফ প্রিজনস-এর অনুমতি চান তিনি৷ কিন্তু সেই অনুমতি মেলেনি৷ এর পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে অনুমতি নিয়ে জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করেন তিনি৷
রবীন্দ্র ঘোষ বলেন, ‘জেলে যখন প্রথম চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখা হল, তখন ওনার চোখে জল৷ আমাকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছেন?’ প্রবীণ আইনজীবীর কথায়, চিন্ময়কৃষ্ণ দাসই তাঁকে জানান, জেলে আরও দুই সাধুকে বন্দি করে রাখা হয়েছে৷ রবীন্দ্র ঘোষ বলেন, ‘উনি নিজের জন্য নয়, বার বার আমাকে ওই দুই সন্ন্যাসীর জামিনের বন্দোবস্ত করার কথা বলেছেন৷’ ওই আইনজীবীর অভিযোগ, জেল সুপার, অন্যান্য কর্মকর্তারা আমরা কী আলোচনা করছি সেটা রেকর্ড করছেন৷ এমন কি, ‘চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে আমি একটা ছবি তুলেছিলাম, সেটাও ডেপুটি জেলার এসে নিয়ে নিলেন৷ সেই ছবি আজ পর্যন্ত আমাকে দেওয়া হয়নি৷ এটা আইনের পরিপন্থী৷ কেন চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে আমাদের বার বার বাধা দেওয়া হচ্ছে, সেটা ভেবে আমাদের সন্দেহ হচ্ছে৷’
advertisement
রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে৷ তবে বাংলাদেশে ফিরে গিয়েই তিনি ফের ধৃত সন্ন্যাসীর মুক্তির জন্য লড়াই শুরু করবেন বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ৷ তিনি বলেন, ‘২ জানুয়ারি আবার আদালতে হাজির হব৷ পালিয়ে আসার জন্য ভারতে আসিনি৷ আমাদের অধিকার আমরা ছাড়ব না৷ আমাদের অধিকার কীভাবে ফিরিয়ে আনতে হয়, আমরা জানি৷’
advertisement
রবীন্দ্র ঘোষ নিজে একজন মুক্তিযোদ্ধা৷ সোমবার বাংলাদেশে বিজয় দিবস পালিত হচ্ছে৷ অন্যান্য বার ঢাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন রবীন্দ্র ঘোষও৷ এ বছর সরকারের থেকে কিছুই জানানো হয়নি তাঁদের৷ আক্ষেপের সুরেই রবীন্দ্র ঘোষ বলেন, ‘আদালতে বিচার চাইতে গেলে ভয় দেখাচ্ছে, সেখানে আর কী বিজয় দিবস পালন করতে যাব? বিজয় দিবসে স্মৃতি সৌধে যেতে পারলাম না এটা দুঃখের বিষয়৷ বিচার না পাওয়ার জন্য তো দেশ স্বাধীন করিনি৷ মুসলিমদের সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা স্বাধীনতার লড়াইয়ে ছিলাম৷ অন্যায়ের বিচার করতে না পারলে দেশ স্বাধীন করে কী লাভ হল?’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinmay Krishna Das Lawyer in India: চোখে জল, জেলে কেমন আছেন চিন্ময়কৃষ্ণ প্রভু? ভারতে এসে মুখ খুললেন বাংলাদেশের প্রবীণ আইনজীবী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement