হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মায়ের 'পরকীয়া', মাশুল গুনল শিশু সন্তান! আমডাঙার পুকুরে হাড়হিম কাণ্ড

Latest News Kolkata: মায়ের 'পরকীয়া', মাশুল গুনল শিশু সন্তান! আমডাঙার পুকুরে হাড়হিম কাণ্ড

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Latest News Kolkata: অভিযুক্ত বাবা-মা-কে গ্রেফতার করেছে পুলিশ। যে যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের অভিযোগ, সে পলাতক।

  • Last Updated :
  • Share this:

#আমডাঙা: স্ত্রীর পরকীয়ার জেরে নিজের পুত্র সন্তানকে মেরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। এরপরই অভিযুক্ত বাবা-মা-কে গ্রেফতার করেছে পুলিশ। যে যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের অভিযোগ, সে পলাতক।

জানা গিয়েছে, সোমবার সকালে আমডাঙার রাইপুর গ্রামের একটি পুকুর থেকে এক শিশু সন্তানের মৃত দেহ উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। এরপরই ওই শিশুর বাবা ও মা-কে আটক করা হয়। স্থানীয়দের দাবি, নিজেদের সংসার থাকা সত্বেও অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহিলা। সেই সূত্রেই সন্তানকে নিয়ে রাইপুর গ্রামে আলাদা ভাড়া বাড়িতে থাকতেন স্ত্রী।

আরও পড়ুন: মাঠ থেকে সোজা রান্নাঘর, কিশোরীকে যে অবস্থায় দেখল পরিবার! বীরকোটায় রহস্য

অভিযোগ, রবিবার রাতে স্বামী ভাড়া বাড়ি থেকে স্ত্রী-সন্তানদের ফেরাতে আসেন। তখনই স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। স্বামী নিজ বাড়িতে ফিরেও যান। স্থানীয়দের আরও অভিযোগ, এই ঝগড়ার পরই শিশুটির মা নিজের সস্তানকে মেরে পুকুরের জলে ফেলে দেন। সেই সময় ওই মহিলার সঙ্গে ছিলেন ওই যুবক।

আরও পড়ুন: 'আরও পাঁচটি গেল মনে হচ্ছে', BJP-কে বিঁধে বিস্ফোরক বাবুল সুপ্রিয়! গেরুয়া শিবিরে ঝড়

সোমবার শিশুটির মেলে স্থানীয় পুকুরে। পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। শিশুটির বাবা-মা-কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই যুবক পলাতক।

Published by:Suman Biswas
First published:

Tags: Latest News, West Bengal news