Chhath Puja Sweet: ছট পুজোয় বিশেষ মিষ্টি! জেলায় ব্যাপক চাহিদা ক্ষীরের রোলের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Chhath Puja Sweet: ছট পুজো উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি। মিষ্টিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকা একটি অন্যতম খাবার চমচম। চমচম মিষ্টি সাধারণত একটু রসালো হয়।
মুর্শিদাবাদ: ছট পুজো উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি। মিষ্টিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকা একটি অন্যতম খাবার চমচম। চমচম মিষ্টি সাধারণত একটু রসালো হয়। এর উপরে খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুড়া (ক্ষীর) প্রলেপ দিয়ে তৈরি করা হয় ক্ষীর চমচম। মিষ্টি কেটে তার মধ্যেই পুড় ভরে দেওয়ার পর বক্স প্যাকিং করে তা বিক্রি হয়ে থাকে।
আরও পড়ুনঃ ১মাসেই ক্লিন বোল্ড কোলেস্টেরল! পাতে রাখুন ‘৭’ ম্যাজিক খাবার! কিস্তিমাত দিন হার্ট অ্যাটাককে
ছট পুজো উপলক্ষে তৈরি হচ্ছে এই মিষ্টি। এই রোল চমচম বানাতে দীর্ঘ সময় ধরে দুধ জ্বাল দিয়ে ছানায় রুপান্তর করা হয়। পরে সেটাকে চমচমের রূপ দিয়ে মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে রাখা হয়। পরবর্তী ধাপে ছানা দিয়ে তৈরি নরম মাওয়াকে শক্ত মাওয়ায় পরিণত করা হয়। এই মাওয়া ভেঙে চালনি দিয়ে চেলে গুঁড়া (রোল চমচম) বানিয়ে চমচমের ওপরে প্রলেপ দিয়ে বানানো হয় রোল চমচম।
advertisement
আরও পড়ুনঃ ক্যালসিয়ামের গুপ্তখনি এই ‘সবুজ’ খাবার! সস্তার ‘সুপারফুডে’ ব্লাড প্রেসার হবে কাবু! ভরে ভরে দেবে শক্তি
প্রাচীন রীতি অনুযায়ী, ছট পুজো মূলত পালিত হয় সূর্যদেব এবং তাঁর স্ত্রী ঊষার আরাধনার জন্য। এই উষার আর এক নাম ছটী মাঈ। এবং সেই থেকেই উৎপত্তি হয়েছে ছট পুজোর। তিনদিন উপবাস করার পরে নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীদের সঙ্গে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষ দিনে গঙ্গা ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় ও পরিচিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja Sweet: ছট পুজোয় বিশেষ মিষ্টি! জেলায় ব্যাপক চাহিদা ক্ষীরের রোলের