দেওয়ালে পরিবেশ বাঁচানোর ছবি, অথচ গাছ কেটেই সাজানো হয়েছে স্টেশন! বিতর্কে রেল কী করল জানেন?
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Chandannagar Station : স্টেশন সাজানোর জন্য কেটে ফেলা হয়েছে বহু গাছ। তারপর স্টেশনের দেওয়ালেই গাছ রক্ষার বার্তা। সমাজ মাধ্যমে চর্চা। কোথায়?
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ : চন্দননগর স্টেশনের দেওয়ালে রঙিন ছবি। দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার বার্তা। অথচ স্টেশন সাজানোর জন্য কেটে ফেলা হয়েছে বহু গাছ। গাছ কেটে পরিবেশ রক্ষা কী সম্ভব? প্রশ্ন তুলছেন নাগরিকরা। নাগরিকদের ক্ষোভের মধ্যে তড়িঘড়ি মুছে দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও পূর্ব রেলের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা সদা সচেষ্ট।
উল্লেখ্য, পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় চন্দননগর স্টেশন। অমৃত ভারত প্রকল্পে স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। স্টেশনের পূর্ব দিকে যেসব দোকান ছিল, তা উচ্ছেদ করে সেখানে সীমানা পাঁচিল দেওয়া হয়েছে। সেই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের ছবি। বিভিন্ন জায়গায় লেখা হয়েছে পরিবেশ রক্ষার বার্তা। যেখানে দেখা যাচ্ছে গাছ কাটার জন্য পিছনে করাত নিয়ে গাছের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছবিতে লেখা স্যাড রিয়েলিটি।
advertisement
আরও পড়ুন : কেন শীতকালে বারবার গ্রামে ঢুকে পড়ে বাঘ? এই চারটি বড় ‘কারণে’ লুকিয়ে আছে উত্তর
প্লাস্টিক নিয়ে জল অপচয় নিয়েও দেওয়াল লিখন রয়েছে। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে রেল দফতর। তবে চন্দননগর স্টেশনে ঢোকার মুখে যে গাছগুলি ছিল, সেই গাছ ছেঁটে দেওয়া হয়েছে নির্বিচারে। স্টেশন আধুনিক করার জন্য যে ভাবে গাছ কাটা হয়েছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চন্দননগরের নাগরিক সমাজের পক্ষ থেকে স্টেশন মাস্টারকে এ বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : সিউড়িতে বাঙালিয়ানার মহোৎসব! দুর্গাপুজোয় ফিরে আসছে বাঙালি গৌরবের দিনগুলি
স্থানীয়দের দাবি, সকাল সন্ধ্যে চন্দননগর স্টেশন চত্বর পাখির কিচিরমিচির শব্দে ভরে উঠত। স্টেশন আধুনিকীকরণ করার জন্য গাছের ডাল ছাঁটা হয়েছে। ফলে সেই পাখির আওয়াজ আর শোনা যায় না। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকার মানুষের। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছিল গাছ কাটা সম্পর্কিত লেখা। যা নিয়ে সমাজ মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছিল। তারপরেই ওই লেখা মুছে দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গ্রাফিক্সের সঙ্গে মিল না থাকায় মোছা হচ্ছে। চন্দননগরের ঐতিহ্য যা কিছু, সবই ফুটিয়ে তোলা হবে স্টেশনের দেওয়ালে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 12:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেওয়ালে পরিবেশ বাঁচানোর ছবি, অথচ গাছ কেটেই সাজানো হয়েছে স্টেশন! বিতর্কে রেল কী করল জানেন?