Durga Puja 2025 : সিউড়িতে বাঙালিয়ানার মহোৎসব! দুর্গাপুজোয় ফিরে আসছে বাঙালি গৌরবের দিনগুলি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Bengali Theme Durga Puja : সিউড়ির দুর্গাপুজোর তালিকায় বরাবরই অন্যতম আকর্ষণ চৌরঙ্গী ক্লাব। এবছর তাদের পুজোর মূল আকর্ষণ ‘বাঙালিয়ানা’।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই : বীরভূমের সিউড়ি শহরের বড় বাজেটের দুর্গাপুজোর তালিকায় বরাবরই অন্যতম আকর্ষণ চৌরঙ্গী ক্লাব। এবছর তাদের পুজোর বয়স ৪৬। প্রায় ১০ লক্ষ টাকার বাজেট নিয়ে এ বছর ক্লাবের মূল আকর্ষণ ‘বাঙালিয়ানা’। উদ্যোক্তাদের মতে, বাঙালি সংস্কৃতি, ভালবাসা, আন্দোলন এবং বিশিষ্ট বাঙালি মনীষীদের জীবনকাহিনি ফুটিয়ে তোলার মধ্য দিয়েই এ বছর সেজে উঠবে চৌরঙ্গীর মণ্ডপ।
ক্লাব সদস্যদের কথায়, বাঙালি মানেই সাহিত্য ও বই, তাই মণ্ডপের প্রবেশদ্বারেই থাকছে নানা ধরনের সাহিত্যের ছোঁয়া। মণ্ডপসজ্জায় ফুটে উঠবে বাঙালির নববর্ষের আবহ, গামছা, হাতপাখা, ফুটবল প্রেম, চায়ের আড্ডা, ঘটি-বাঙালের লড়াই, মোহনবাগান-ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বিতা সবই। পাশাপাশি বাঙালির গৌরবময় ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের জীবন, মনীষীদের কাজকর্মও থাকবে প্রদর্শিত।
advertisement
advertisement
ক্লাব উদ্যোক্তাদের দাবি, বর্তমানে বাংলাভাষী মানুষ নানা জায়গায় বৈষম্য ও ‘বাংলাদেশি’ তকমার শিকার হচ্ছেন। সেই প্রেক্ষিতেই মানুষকে বাঙালিয়ানার মূল সত্ত্বা মনে করিয়ে দেওয়ার প্রয়াস তাদের। ক্লাবের সম্পাদক দেবাশীষ ধীবর বলেন, এবার আমাদের ৪৬তম বর্ষ। থিম ‘বাঙালিয়ানা’। ট্যাগলাইন, আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি। বাংলা সংস্কৃতি যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদস্বরূপ এই থিম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চৌরঙ্গী ক্লাবে পৌঁছতে সিউড়ি বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরলেই হবে, ভাড়া প্রায় ১০-১৫ টাকা। হাঁটলেও বা বাইকে গেলেও মাদ্রাসা রোড হয়ে মানিক মোড় ঘুরে সহজেই পৌঁছে যাওয়া যাবে। তবে গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের সুবিধা নেই। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অনন্য উপস্থাপনা দেখতে সিউড়ি শহর ও জেলার অসংখ্য মানুষের ভিড় জমবে বলেই আশা উদ্যোক্তাদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 11:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : সিউড়িতে বাঙালিয়ানার মহোৎসব! দুর্গাপুজোয় ফিরে আসছে বাঙালি গৌরবের দিনগুলি