Hooghly News: দক্ষিণ আফ্রিকা বনাম ফরাসডাঙ্গা! জমজমাট ক্রিকেট ম্যাচ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: চন্দননগর বয়েজ ক্লাবের শতবর্ষ উপলক্ষে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ এর ওয়াটারস্টোন কলেজ দলের সঙ্গে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে।
হুগলি: চন্দননগর বয়েজ ক্লাবের শতবর্ষ উপলক্ষে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ এর ওয়াটারস্টোন কলেজ দলের সঙ্গে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে। চন্দননগর স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ আফ্রিকার ওয়াটারস্টোন কলেজের মধ্যে খেলায় ওয়াটারস্টোন জয়ী হয় তিন উইকেটে। টানটান উত্তেজনাময় খেলায়, দুই দলের খেলোয়াররাই উপভোগ করলেন ক্রিকেট ম্যাচ।
৩৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ১৪২ রান করে চন্দননগর বয়েজ জবাবে সাত উইকেট হারিয়ে ৩২.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিন আফ্রিকার দল। ম্যাচের সেরা হন অধিনায়ক তাহির মিয়া। তার ব্যাক্তিগত রান অপরাজিত ৮১। প্রদর্শনী মূলক এই খেলার মধ্যে দিয়ে বিদেশি দলের সঙ্গে কিভাবে খেলতে হবে এবং কিভাবে ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে হবে, সেই সমস্ত কিছু শিখেছে চন্দননগরের অনূর্ধ্ব ১৫ এর খুদে ক্রিকেটাররা।
advertisement
advertisement
ওয়াটারস্টোন কলেজ দলের কোচ সৌগত দাস জানান,দশ দিনের সফরে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকার এই দলটি। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে আটটি প্রদর্শনী ম্যাচ খেলছে। অনূর্ধ্ব ১৫ দলের এই খেলা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে ছেলেরা।
advertisement
চন্দননগর স্পোর্টিং এর কোচ অশোক সাহা জানান,একটা প্রদর্শনী খেলায় ছোটোরা খেলেছে। বিদেশী খেলোয়ারদের সঙ্গে খেলে নিজেদের স্কিলটাকে বাড়াতে পারবে। খেলা দেখতে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দক্ষিণ আফ্রিকা বনাম ফরাসডাঙ্গা! জমজমাট ক্রিকেট ম্যাচ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে