Nadia News: সব থেকে এগিয়ে জেলা! জল জীবন মিশনের কাজের তদারকিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: জল জীবন মিশনের সার্বিক কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে তিন দিনের জেলা সফরে সেন্ট্রাল নোডাল অফিসার টিম। নদিয়া জেলায় আসেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা।
নদিয়া: জল জীবন মিশনের সার্বিক কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে তিন দিনের জেলা সফরে সেন্ট্রাল নোডাল অফিসার টিম। নদিয়া জেলায় আসেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা। তারা ঘুরে দেখেন জেলার বিভিন্ন প্রকল্প। এছাড়াও সেন্ট্রাল নোডাল অফিসার টিমের সদস্যরা ঘুরে দেখেন চাকদা ব্লকে জল প্রকল্পের রাইজিং মেইন।
পাটুলি ও গামগাছির বুস্টিং স্টেশন ও ঘুরে দেখেন আধিকারিকরা। খতিয়ে দেখেন মুকুন্দবাগে ইনটেক সাইট। বাগদা বনগাঁ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেও যান আধিকারিকরা। রাণাঘাট ১ ব্লকের বারাসাত গ্রাম পঞ্চায়েতেও যান। সেখানে পঞ্চায়েতের জল ও স্বাস্থ্যবিধান কমিটির বৈঠকে ছিলেন তাঁরা। কথা বলেন পঞ্চায়েতের প্রধান সহ সদস্যদের সঙ্গে। এরপর বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গে।
advertisement
রাজ্যে জল জীবন মিশনের কাজে সব থেকে এগিয়ে রয়েছে নদিয়া জেলাই। জেলার ৮৮ শতাংশেরও বেশি বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে পৌঁছে গিয়েছে নিরাপদ পানীয় জল। নদিয়া জেলায় ১০ লক্ষ ৫৪ হাজার ৫০০ বাড়িতে পৌঁছে গিয়েছে পানীয় জলের সংযোগ। বাকি লক্ষ্যমাত্র পূরণের কাজও চলছে জোর কদমে। পরিশুদ্ধ জলের সঠিক ব্যবহার নিয়েও সচেতনতা রয়েছে জেলার মানুষের।
advertisement
advertisement
আরও পড়ুন: Murshidabad News: এই বৃদ্ধার জীবন যন্ত্রণার কথা জানলে চোখে জল আসবে আপনারও! অবশেষে হল সুরাহা
জেলার ৪৭৮ টি গ্রাম পেয়েছে হর ঘর জল সার্টিফিকেটও। জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারকরা জানান, কেন্দ্রীয় টিমের সদস্যরা সাধারণ প্রশাসন, পঞ্চায়েতের আধিকারিক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। খোঁজ নিচ্ছেন কাজের অগ্রগতি থেকে পানীয় জলের গুণমান নিয়ে। নদীয়া জেলায় কাজে খুশি সেন্ট্রাল নোডাল অফিসার টীম।
advertisement
মৈনাক দেবনাথ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সব থেকে এগিয়ে জেলা! জল জীবন মিশনের কাজের তদারকিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল
