অস্ত্র হাতে আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা! CCTV ক্যামেরায় ছবি দেখে স্তম্ভিত সকলেই

Last Updated:

দিলীপের দিঘা যাত্রার পরই 'যুদ্ধ' বঙ্গ বিজেপিতে! দিলীপ-ঘনিষ্ঠ জেলা সভাপতিকে প্রবল মার

অস্ত্র হাতে আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা! সি সি টিভি ক্যামেরায় ছবি দেখে স্তম্ভিত সকলেই
অস্ত্র হাতে আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা! সি সি টিভি ক্যামেরায় ছবি দেখে স্তম্ভিত সকলেই
কলকাতা: মুখে কালো কাপড় বাঁধা। হাতে ভোজালি-সহ নানা অস্ত্র। মাঝ রাতে বিভিন্ন আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের দল। এই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই ছবি পূর্ব বর্ধমানের রেনেসাঁ উপনগরীর।
ছবি দেখে উপনগরীর নিরাপত্তা ব্যবস্থায় উদ্বিগ্ন বাসিন্দারা। তাঁরা বলছেন, এর আগেও এই উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তাই এখানের নিরাপত্তা জোরদার করা হোক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বেশ কয়েকবার এই উপনগরীতে দুষ্কৃতীরা হানা দিয়েছে। সোমবার গভীর রাতে আবার একই ঘটনা ঘটেছে। সেই কারণৈ উপনগরীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা। সোমবার রাতে হায়দার আলির চারতলার ফ্লাটে হানা দেয় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা গোলাম আহমেদ জানান, ‘ আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। আওয়াজ পেয়ে আই-হোল দিয়ে দেখি হাতে রড,লাঠি, অস্ত্রশস্ত্র সহ পাঁচজন ডাকাত ঢুকে পড়েছে উপনগরীর নক্ষত্র হাইটস  ফ্লাটে। তারা বিনা বাধায় কলাপসিবল গেট ভেঙে ফেলে তারা। এরপর বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায় ফ্লাটের ভিতর। মালিক হায়দার সেদিন রাতে ওখানে ছিলেন না।তারা মাঝেমধ্যে বর্ধমান শহরের অন্য বাড়িতেও থাকেন। এদিন রাতে দুষ্কৃতীদের দৌরাত্ম টের পেয়ে যান আবাসিকরা। তারা সিকিউরিটিকে খবর দেন। কিন্তু তারা আসার  আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপনগরীতে  নিরাপত্তা খুবই ঠুনকো। এর আগে আটবার ডাকাতির চেষ্টা হয়েছে। উপনগরীতে গুলিও চলেছে। তার পরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি।
আরও পড়ুন- দিলীপের দিঘা যাত্রার পরই ‘যুদ্ধ’ বঙ্গ বিজেপিতে! দিলীপ-ঘনিষ্ঠ জেলা সভাপতিকে প্রবল মার
তাঁদের অভিযোগ, কিছুদিন আগে মহাকুম্ভের সময় তিনটি ফ্লাটে চুরি হয়।  ফ্ল্যাট খালি ছিল। সেই সুযোগে ফ্ল্যাটের তালা ভেঙে  সর্বস্ব লুট করে চম্পট দেয় চোরেরা।সেবার রেনাসাঁ উপনগরীর দু’টি ফ্ল্যাটে গভীর রাতে ঢোকে চোরেরা। ১০ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটের বাসিন্দারা উত্তরপ্রদেশ যান কুম্ভমেলা দর্শনে। সেই সুযোগে  ফ্ল্যাটের তালা ভেঙে টাকা, সোনাদানা নিয়ে ১২ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে ঢোকে চোরেরা। তারা কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন।
advertisement
ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, দুটি এটিএম কার্ড এবং বেশ কয়েকটি রুপোর কয়েন এবং সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অস্ত্র হাতে আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা! CCTV ক্যামেরায় ছবি দেখে স্তম্ভিত সকলেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement