Crime: নামকরা ফুটবলার, এদিকে করত ভয়ঙ্কর কাজ! পুলিশ যখন ধরল, সবার চোখ ছানাবড়া
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Crime News- তথ্য পাচার করে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগে গ্রেফতার ট্রান্সজেন্ডার -হ দুজন। অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণার মূল চক্রী তাঁরা।
দক্ষিণ দিনাজপুর : তথ্য পাচার করে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগে গ্রেফতার ট্রান্সজেন্ডার-সহ দু’জন। অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণার মূল চক্রী তারা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মুক্তার ইসলাম (২৬), রকিবুল ইসলাম (২৪), দু’জনে সম্পর্কে দাদা ও ভাই। তারা একসময় নামকরা ফুটবলার ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, তারা বেঙ্গালুরুতে গিয়ে এই সাইবার কারচুপির পাঠ নেয়। ফিরে এসে পতিরামে গড়ে তোলে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। আর সেই চক্রের অন্যতম মুখ ট্রান্সজেন্ডার রত্না রায় (২৮)। সাধারণ মানুষকে লোভ দেখিয়ে জোগাড় করত আধার, প্যান, ব্যাঙ্কের তথ্য। এর পর সেই সব নথি দিয়ে বানানো হত বেনামী সিম কার্ড, সেগুলির মাধ্যমে চালানো হত ব্যাঙ্কিং প্রতারণা, ডিজিটাল চুরি, এমনকী দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ের অপরাধও।
advertisement
আরও পড়ুন- IPL 2025-র প্রথম হ্যাটট্রিক, চমৎকার চাহাল, এদিকে প্রেমও কি চুটিয়ে চলছে, সেটাও বোঝা গেল
পুলিশের দাবি, রত্না রায়ের মাধ্যমে বেনামি সিম কার্ড জোগাড় করত রকিবুল ও মুক্তার। তাদের বাবাও এই একই কাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি গত এক বছরে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে কয়েক কোটি টাকা ইতিমধ্যেই হাতিয়ে ফেলে তারা। এই সমস্ত সিমকার্ড ইতিমধ্যেই বহু প্রতারণা মামলায় ব্যবহার হচ্ছিল। কিছু নম্বরের মাধ্যমে বিদেশ থেকে মেসেজ, ওটিপি জালিয়াতি, ফেক KYC, এমন বহু অপরাধমূলক কার্যকলাপ এর তথ্য মিলেছে। প্রমাণ মিলেছে আন্তর্জাতিক হ্যাকিং রুটেরও।
advertisement
advertisement
আরও পড়ুন- জমে গেল আইপিএল! প্লে-অফ খেলবে কোন কোন দল? কেকেআর কোথায় দাঁড়িয়ে?
এদিন ডিএসপি সদরের নেতৃত্বে পতিরাম থানার পুলিশ, গঙ্গারামপুর থানার পুলিশ, কুমারগঞ্জ থানার পুলিশ, সাইবার ক্রাইম থানার পুলিশ ও এসওজি যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে অনলাইন আর্থিক প্রতারণা তিন মূল চক্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ল্যাপটপ, ২২ টি মোবাইল ফোন, ১০০ টির ওপর সিম কার্ড, ১টি পাসপোর্ট, ১৯টি ডেবিট কার্ড, এছাড়াও ৮টি প্যানকার্ড, আধার কার্ড, ৬ টি ব্যাংকের চেকবুক-সহ আরও একাধিক জিনিস। বিপুল পরিমাণ নথিপত্র দেখে পুলিশের অনুমান, এই চক্র শুধু জেলা নয়, জেলার বাইরেও তাদের জাল বিস্তার করেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: নামকরা ফুটবলার, এদিকে করত ভয়ঙ্কর কাজ! পুলিশ যখন ধরল, সবার চোখ ছানাবড়া