Dilip Ghosh: দিলীপের দিঘা যাত্রার পরই 'যুদ্ধ' বঙ্গ বিজেপিতে! দিলীপ-ঘনিষ্ঠ জেলা সভাপতিকে প্রবল মার, পালালেন এলাকা ছেড়ে

Last Updated:

Dilip Ghosh: স্লোগান তোলা হয়েছিল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান জেলা সভাপতি শমিত মণ্ডলের বিরুদ্ধেও।

ফাইল ছবি
ফাইল ছবি
মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার। দিলীপ ঘোষের অনুগামীদের মার। বুধবার দিঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপচারিতার পর বুধ সন্ধ্যা থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।
স্লোগান তোলা হয়েছিল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান জেলা সভাপতি শমিত মণ্ডলের বিরুদ্ধেও। সেই বিজেপির জেলা সভাপতি বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ বিজেপি জেলা পার্টি অফিসে ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত।
advertisement
স্থানীয় বিজেপি নেতাকর্মীরা প্রথমেই ঢুকতে বাধা দেয় জেলা সভাপতি শমিত মণ্ডলকে। এরপর জেলা সভাপতি সহ তার অনুগামীদের মারধর করে তারা।
advertisement
ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িতেও। ভয়ে এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যায় জেলা সভাপতি সহ তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরের সিপাই বাজার-স্থিত জেলা পার্টি অফিসের সামনে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: দিলীপের দিঘা যাত্রার পরই 'যুদ্ধ' বঙ্গ বিজেপিতে! দিলীপ-ঘনিষ্ঠ জেলা সভাপতিকে প্রবল মার, পালালেন এলাকা ছেড়ে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement