Nadia News: নজরদারি হল আরও কড়া, নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এবার বসান হল সি সি ক্যামেরা

Last Updated:

পথ চলতি সাধারণ মানুষের সুরক্ষার জন্যে এই ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্র মারফত

+
গৌরাঙ্গ

গৌরাঙ্গ সেঁতুতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা 

মৈনাক দেবনাথ, নবদ্বীপ: কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির উদ্যোগে গৌরাঙ্গ সেতু এবং সেতু সংলগ্ন এলাকায় বেআইনিভাবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল, বিভিন্ন দুষ্কর্ম ও দুর্ঘটনা কমাতে গৌরাঙ্গ সেতু মুড়ে ফেলা হল আধুনিক সি সি ক্যামেরার প্রযুক্তি দিয়ে। এই ক্যামেরা লাগানোর ফলে সেতুর উপর দিয়ে অবৈধভাবে অতিরিক্ত ভারী যান চলাচল আটকানো যাবে বলে অনুমান করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ সেতুর ভগ্নপ্রায় দশা রয়েছে। বেশ কয়েক মাস আগে সেতুর একাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যদিও সাময়িকভাবে সেটি মেরামত করা হলেও এখনও সেতুর সার্বিক অবস্থা পুরোপুরি ঠিক হয়নি। উপরন্ত এই সেতুর উপর দিয়ে বিশেষ করে রাতের বেলা অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করে সেতুর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে।
advertisement
advertisement
তাছাড়াও সদ্য নবদ্বীপ সংলগ্ন গৌরাঙ্গ সেতুর শুরুর দিকে গড়ে উঠেছে দুপাশে বেশ কিছু দোকানপাট যাতে সন্ধ্যেবেলা বসে তরুণ প্রজন্মদের দেদার আড্ডা। সেই সমস্ত জায়গাতেও একাধিক সময় অভিযোগ ওঠে বেশ কিছু দুষ্কর্মের। সেই সমস্ত কিছু এড়াতে এবং সর্বোপরি পথ চলতি সাধারণ মানুষের সুরক্ষার জন্যে এই ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্র মারফত।
advertisement
এদিন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, “কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি সাহেবের নির্দেশে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত সেতুর দুই মুখে দুটি এবং মাঝখানে একটি মোট তিনটি ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সুরক্ষার তাগিদে ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নজরদারি হল আরও কড়া, নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এবার বসান হল সি সি ক্যামেরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement