Newtown: গাছের আম পাড়া নিয়ে বিবাদ, দাদার হাতে খুন ভাই! নৃশংসতায় হতবাক নিউ টাউন

Last Updated:

Newtown: ঘটনাটি ঘটেছে নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায়। দাদার গাছ থেকে ভাই আম পেড়ে নেওয়ায় বাধে সমস‍্যা।

আমপাড়া নিয়ে বিবাদ! ভাইয়ের মাথায় প্রবল জোরে আঘাত দাদার, মুহূর্তে সব শেষ...নিউটাউনে খুনের অভিযোগে গ্রেফতার দাদা

প্রতীকী ছবি
আমপাড়া নিয়ে বিবাদ! ভাইয়ের মাথায় প্রবল জোরে আঘাত দাদার, মুহূর্তে সব শেষ...নিউটাউনে খুনের অভিযোগে গ্রেফতার দাদা প্রতীকী ছবি
নিউটাউন: গাছের আমপাড়া নিয়ে বিবাদের জেরেই ভাইয়ের হাতে ভাই খুন। ঘটনাটি ঘটেছে নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায়। দাদার গাছ থেকে ভাই আম পেড়ে নেওয়ায় বাধে সমস‍্যা। পুলিশ সূত্রে খবর, আজ সকালে নিউটাউন আকন্দ কিশোরী এলাকার বাসিন্দা সুশান্ত রায় পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি আম গাছ থেকে আম পেড়েছিল বলেই অভিযোগ।
এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত হয় দুই ভাইয়ের মধ‍্যে। এরপরেও প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের উপর। সামান‍্য সমস‍্যা নিয়েই অশান্তি চরমে পৌঁছায়।
advertisement
অভিযোগ ভারী জিনিস দিয়ে ভাই সুশান্তের মাথায় আঘাত করে দাদা প্রশান্ত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুশান্ত রায়। পরিবারের লোক তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসাকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ ঘটনার অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ।
advertisement
যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ জানান হয়নি। তবে অভিযোগ গাছের আমপাড়া নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ যার জেরে খুন হতে হল ভাইকে। এই ঘটনায় হতবাক গোটা এলাকার মানুষ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newtown: গাছের আম পাড়া নিয়ে বিবাদ, দাদার হাতে খুন ভাই! নৃশংসতায় হতবাক নিউ টাউন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement