Sukanya Mondal Lottery Win: দুই নয়, তিন বার লটারি জয়ী সুকন্যা! ২০২০-তেই পেয়েছিলেন আরও ৫০ লাখ, দাবি সিবিআই-এর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷
#কলকাতা: একা অনুব্রত নন, মেয়ে সুকন্যার কপালও যথেষ্ট চওড়া৷ অনুব্রত এবং তাঁর মেয়ের লটারি জয় সংক্রান্ত তথ্য অনুসন্ধানে নেমে সিবিআই কর্তারা যে তথ্য পাচ্ছেন, তাতে এ কথা বলাই যায়৷ আগেই দু' বার লটারিতে সুকন্যা মণ্ডল ৫১ লক্ষ টাকা জিতেছিলেন বলে তথ্য পেয়েছিল সিবিআই৷ এবার কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারলেন, আরও একবার লটারিতে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন সুকন্যা! যার অর্থ দু' বার নয়, মোট তিন বার লটারি জিতেছিলেন অনুব্রত কন্যা৷
অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকা জেতার তদন্তে নেমেই সুকন্যার লটারি জয়েরও খোঁজ পেয়েছিল সিবিআই৷ গত বছরের ডিসেম্বর মাসে অনুব্রত মণ্ডল লটারিতে ১ কোটি টাকা জেতেন বলে বিজ্ঞাপন প্রকাশিত হয়৷ তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, এই ১ কোটি ছাড়াও ২০১৯ সালে লটারিতে ১০ লক্ষ টাকা জিতেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷
advertisement
advertisement
অনুব্রতর ব্যাঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখেই এই তথ্য হাতে পান সিবিআই আধিকারিকরা৷ একই ভাবে, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে জানা যায়, তিনিও দু' বার লটারিতে যথাক্রমে ২৬ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা জিতেছিলেন৷
advertisement
সিবিআই সূত্রে খবর, ওই দু' বার ছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে সুকন্যা মণ্ডলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারি জয় বাবদ ৫০ লক্ষ টাকা জিতেছিলেন৷ বার বার অনুব্রত এবং তাঁর মেয়ে কীভাবে লটারিতে বিপুল অঙ্কের টাকা জিতলেন,সেই রহস্যেরই কিনারা করতে চাইছেন সিবিআই কর্তারা৷ যে টিকিটে অনুব্রত লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন, তিনি আদৌ সেই টিকিট কাটেননি বলেই সিবিআই সূত্রে খবর৷
advertisement
লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷ অনুব্রত এবং তাঁর কন্যার একাধিকবার লটারি জয়ের তথ্য হাতে আসার পর সিবিআই কর্তাদের সেই সন্দেহ আরও দৃঢ় হয়েছে৷
advertisement
গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷ সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ লটারির টিকিটের নম্বরের সূত্র ধরে বীরভূমের একাধিক লটারির টিকিট বিক্রেতার খোঁজ পায় সিবিআই৷ যে লটারি বিক্রেতা ওই টিকিটটি বিক্রি করেছিলেন, তাঁকেও ডেকে পাঠায় সিবিআই৷ কিন্তু তিনি জানিয়ে দেন, ওই টিকিট আদৌ তিনি অনুব্রত মণ্ডলকে বিক্রি করেননি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanya Mondal Lottery Win: দুই নয়, তিন বার লটারি জয়ী সুকন্যা! ২০২০-তেই পেয়েছিলেন আরও ৫০ লাখ, দাবি সিবিআই-এর