Madan Mitra: 'কখন, কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!' নন্দকুমার মডেল নিয়ে হুঁশিয়ারি মদনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যার ফলে খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস৷
#বেলঘড়িয়া: নন্দকুমার মডেল নিয়ে এবার প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ বেলঘড়িয়ায় তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্রের হুঁশিয়ারি, 'রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাবধান৷ খানাখন্দ, বাঙ্কার রয়েছে৷ কখন কোথায় টপকে যাবেন বুঝতে পারবেন না৷'
সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যার ফলে খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে সিপিএম- বিজেপি-র জোট সাফল্য রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷
advertisement
advertisement
এই প্রসঙ্গেই বক্তব্য রাখতে গিয়ে মদন বলেন, 'যদি সিপিএম বিজেপি মনে করে এটাকেও আমরা নন্দকুমার বানাবো৷ এখানেও ভিতরে ভিতরে কারা কোন শেডে ঘোটবাঁজি করছেন, আমি সব খবর পাচ্ছি৷ আমি থ্রেট দিচ্ছি না, কিন্তু আসা যাওয়ার পথে সাবধানে আসবেন৷ খানাখন্দ বাঙ্কার আছে কখন কোথায় টপকে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না৷'
advertisement
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সর্বত্র বিরোধীদের তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ সেই প্রস্তাব অবশ্য খারিজ করে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস৷
মদন মিত্রের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অবশ্য সৌমিত্র খাঁ ফের বলেছেন, 'উনি হোঁচট খেতে খেতে জেল থেকে ফিরে এসেছেন৷ সব গ্রামে মানুষের সঙ্গে মানুষের জোট হবে৷ তৃণমূলকে হারাতে জনগণ বদ্ধপরিকর৷'
advertisement
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'নন্দকুমার মডেল নন্দকুমার মডেল বলছেন, অথচ নন্দকুমারে আসলে কী হয়েছে সেটাই জানে না৷ ওখানে সমবায় সমিতি নির্বাচন হয়েছে৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷' বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, 'মদন মিত্র কখন হুঁশে থাকেন কখন বেহুঁশ থাকেন ঠিক থাকে না৷ ওনার কথার গুরুত্ব নেই৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: 'কখন, কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!' নন্দকুমার মডেল নিয়ে হুঁশিয়ারি মদনের