Himachal Pradesh Elections 2022: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা

Last Updated:

ভাইরাল ভিডিওতে পারমারের ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, 'আপনার জীবনে মোদিজির যদি কোনও ভূমিকা থাকে...'

বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমারকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমারকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#সিমলা: এমনিতেই হিমাচল প্রদেশে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়৷ ১৯৮২ সাল থেকে এটাই পাহাড়ি রাজ্যটির রেওয়াজ৷ ফলে মুখে যে যাই বলুন না কেন, হিমাচল প্রদেশ যথেষ্টই চিন্তায় রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে৷
এই পরিস্থিতিতে বিজেপি-র অস্বস্তি আরও বাড়িয়েছে হিমাচলে দলের নেতাদের একাংশের বিদ্রোহ৷ টিকিট না পেয়ে অথবা অন্যান্য নানা ক্ষোভে তাঁদের মধ্যে অনেকেই নির্দল হিসেবে ভোটে লড়ছেন৷
এরকমই একজন বিজেপি-র বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমার৷ হিমাচল প্রদেশের ফতেহপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন এই সাংসদ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলছেন কৃপাল পারমার৷ যদিও সেই ফোনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁকে করেছিলেন কি না, তার সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
advertisement
কৃপাল পারমার অবশ্য দাবি করেছেন, প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে বুঝিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ যদিও প্রধানমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও নির্বাচনের লড়াই থেকে সরছেন না প্রাক্তন এই সাংসদ৷ আগামী ১২ নভেম্বরের নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অনড় তিনি৷
advertisement
নরেন্দ্র মোদির সঙ্গে বিক্ষুব্ধ এই বিজেপি নেতার ফোনে কথোপকথনের যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'নাড্ডাজি আমাকে ১৫ বছর ধরে অপমান করছেন৷'
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে পারমার অবশ্য দাবি করেছেন, গত ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁকে ফোন করেছিলেন৷ নির্বাচনী লড়াই বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতেও নারাজ তিনি৷ ৬৩ বছর বয়সি পারমারপ বলেন, 'আমি লড়াই থেকে সরছি না৷ আমি বিজেপি-র প্রার্থীও নই৷ আমার সঙ্গে কংগ্রেস প্রার্থীর লড়াই হবে৷'
advertisement
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিরুদ্ধেই যাবতীয় ক্ষোভ পারমারের৷ স্কুলজীবনে অবশ্য পারমারের সহপাঠী ছিলেন নাড্ডা৷ প্রধানমন্ত্রীর কাছে জে পি নাড্ডার নামে অভিযোগও জানান পারমার৷ গত বছর ফতেহপুর উপনির্বাচনে প্রার্থী না করার কারণেই দলের উপরে ক্ষুব্ধ ছিলেন পারমার৷
advertisement
ভাইরাল ভিডিওতে পারমারের ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, 'আপনার জীবনে মোদিজির যদি কোনও ভূমিকা থাকে...', পাল্টা পারমার বলেন, 'প্রচুর অবদান রয়েছে আপনার৷' এর পরেই ওই কণ্ঠস্বর বলে, 'এই ফোনের মূল্যকে খাটো করবেন না৷' জবাবে পারমার বলেন, 'আমি তা করছি না৷ এই ফোন আমার কাছে ভগবানের বার্তার মতোই৷'
এন়ডিটিভি-কে পারমার বলেন, 'প্রধানমন্ত্রী আর আমার ২৫ বছরের পরিচয়৷ যখন উনি হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন আর আমি সহ সভাপতি ছিলাম, তখন আমরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছি, একসঙ্গে থেকেছি৷ আমার সঙ্গে ওনার পারিবারিক সম্পর্ক৷ উনি আমার কাছে ভগবানের মতো৷'
advertisement
এর সঙ্গেই অবশ্য পারমার যোগ করেন, 'আমি নির্বাচনে লড়ছি৷ আমি মোদিজিকে জানিয়েছি, আপনি যদি এক সেকেন্ড আগেও ফোন করতেন তাহলেও আমি মনোনয়ন প্রত্যাহার করে নিতাম৷ উনি বলেন বিষয়টি তিনি জানা মাত্রই আমাকে ফোন করেছেন৷ ওনাকেও বিষয়টি দেরিতে জানানো হয়৷ এটাও একটা চক্রান্তের অংশ৷' এর পিছনেও নিজের ছোটবেলার বন্ধু জে পি নাড্ডার ভূমিকাই দেখছেন পারমার৷
advertisement
পারমার বলেন, '২০১৭ সালে হঠাৎই আমাকে প্রার্থী করা হয়নি৷ কেউ আমাকে তার কারণও জানায়নি৷ দলের মধ্যেই আমাকে বিদ্রুপ করা শুরু হয়৷'
হিমাচল প্রদেশে মোট ৬৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ৩০টি আসনেই নির্দল হিসেবে লড়ছেন বিজেপি-র বিদ্রোহীরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Elections 2022: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement