Himachal Pradesh Elections 2022: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা

Last Updated:

ভাইরাল ভিডিওতে পারমারের ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, 'আপনার জীবনে মোদিজির যদি কোনও ভূমিকা থাকে...'

বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমারকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমারকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#সিমলা: এমনিতেই হিমাচল প্রদেশে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়৷ ১৯৮২ সাল থেকে এটাই পাহাড়ি রাজ্যটির রেওয়াজ৷ ফলে মুখে যে যাই বলুন না কেন, হিমাচল প্রদেশ যথেষ্টই চিন্তায় রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে৷
এই পরিস্থিতিতে বিজেপি-র অস্বস্তি আরও বাড়িয়েছে হিমাচলে দলের নেতাদের একাংশের বিদ্রোহ৷ টিকিট না পেয়ে অথবা অন্যান্য নানা ক্ষোভে তাঁদের মধ্যে অনেকেই নির্দল হিসেবে ভোটে লড়ছেন৷
এরকমই একজন বিজেপি-র বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমার৷ হিমাচল প্রদেশের ফতেহপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন এই সাংসদ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলছেন কৃপাল পারমার৷ যদিও সেই ফোনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁকে করেছিলেন কি না, তার সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
advertisement
কৃপাল পারমার অবশ্য দাবি করেছেন, প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে বুঝিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ যদিও প্রধানমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও নির্বাচনের লড়াই থেকে সরছেন না প্রাক্তন এই সাংসদ৷ আগামী ১২ নভেম্বরের নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অনড় তিনি৷
advertisement
নরেন্দ্র মোদির সঙ্গে বিক্ষুব্ধ এই বিজেপি নেতার ফোনে কথোপকথনের যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'নাড্ডাজি আমাকে ১৫ বছর ধরে অপমান করছেন৷'
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে পারমার অবশ্য দাবি করেছেন, গত ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁকে ফোন করেছিলেন৷ নির্বাচনী লড়াই বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতেও নারাজ তিনি৷ ৬৩ বছর বয়সি পারমারপ বলেন, 'আমি লড়াই থেকে সরছি না৷ আমি বিজেপি-র প্রার্থীও নই৷ আমার সঙ্গে কংগ্রেস প্রার্থীর লড়াই হবে৷'
advertisement
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিরুদ্ধেই যাবতীয় ক্ষোভ পারমারের৷ স্কুলজীবনে অবশ্য পারমারের সহপাঠী ছিলেন নাড্ডা৷ প্রধানমন্ত্রীর কাছে জে পি নাড্ডার নামে অভিযোগও জানান পারমার৷ গত বছর ফতেহপুর উপনির্বাচনে প্রার্থী না করার কারণেই দলের উপরে ক্ষুব্ধ ছিলেন পারমার৷
advertisement
ভাইরাল ভিডিওতে পারমারের ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, 'আপনার জীবনে মোদিজির যদি কোনও ভূমিকা থাকে...', পাল্টা পারমার বলেন, 'প্রচুর অবদান রয়েছে আপনার৷' এর পরেই ওই কণ্ঠস্বর বলে, 'এই ফোনের মূল্যকে খাটো করবেন না৷' জবাবে পারমার বলেন, 'আমি তা করছি না৷ এই ফোন আমার কাছে ভগবানের বার্তার মতোই৷'
এন়ডিটিভি-কে পারমার বলেন, 'প্রধানমন্ত্রী আর আমার ২৫ বছরের পরিচয়৷ যখন উনি হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন আর আমি সহ সভাপতি ছিলাম, তখন আমরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছি, একসঙ্গে থেকেছি৷ আমার সঙ্গে ওনার পারিবারিক সম্পর্ক৷ উনি আমার কাছে ভগবানের মতো৷'
advertisement
এর সঙ্গেই অবশ্য পারমার যোগ করেন, 'আমি নির্বাচনে লড়ছি৷ আমি মোদিজিকে জানিয়েছি, আপনি যদি এক সেকেন্ড আগেও ফোন করতেন তাহলেও আমি মনোনয়ন প্রত্যাহার করে নিতাম৷ উনি বলেন বিষয়টি তিনি জানা মাত্রই আমাকে ফোন করেছেন৷ ওনাকেও বিষয়টি দেরিতে জানানো হয়৷ এটাও একটা চক্রান্তের অংশ৷' এর পিছনেও নিজের ছোটবেলার বন্ধু জে পি নাড্ডার ভূমিকাই দেখছেন পারমার৷
advertisement
পারমার বলেন, '২০১৭ সালে হঠাৎই আমাকে প্রার্থী করা হয়নি৷ কেউ আমাকে তার কারণও জানায়নি৷ দলের মধ্যেই আমাকে বিদ্রুপ করা শুরু হয়৷'
হিমাচল প্রদেশে মোট ৬৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ৩০টি আসনেই নির্দল হিসেবে লড়ছেন বিজেপি-র বিদ্রোহীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Elections 2022: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement