বিদ্যুতের খুঁটিতে বেঁধে কীভাবে যুবককে খু*ন? ক্যানিংয়ে গণপিটুনির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ, ধৃতদের নিয়ে হল ভিডিওগ্রাফি

Last Updated:

Canning Mass Beating Incident: জামলউদ্দিনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কীভাবে মারধর করা হয় এবং পরে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ার দৃশ্যটি দেখায় ধৃতরা। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয় পুলিশের তরফ থেকে।

ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ
ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে হল ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুনর্নির্মাণ এবং তা ভিডিওগ্রাফি করে পুলিশ। গত ২ সেপ্টেম্বর ভোরে ক্যানিংয়ের তালদি বাজার সংলগ্ন এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক রঙ লেগেছে।
মৃতের নাম শেখ জামিলউদ্দিন (২৮)। মৃতের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ রবীন্দ্রনগর এলাকায়। ঘটনার সময়ের ছবি ধরা পড়ে এলাকায় সিসি ক্যামেরায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্বজিৎ সাফুঁই ও গনেশ সর্দার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement
advertisement
ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ
ঘটনাস্থলে আনা হল ডামি
অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। নওসাদ সিদ্দিকি থেকে শুরু করে কাশেম সিদ্দিকি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।
advertisement
আরও পড়ুনঃ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা, হাইওয়েতে ছিন্নভিন্ন হয়ে পড়ে দেহ! দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা
এবার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করল ক্যানিং থানার পুলিশ। তদন্তকারীরা ধৃত দুই যুবককে নিয়ে বুধবার বিকেলে যান তালদিতে। কীভাবে তারা শেখ জামলউদ্দিনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন এবং পরে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যান সে বিষয়টি দেখান ধৃতরা। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয় পুলিশের তরফ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুতের খুঁটিতে বেঁধে কীভাবে যুবককে খু*ন? ক্যানিংয়ে গণপিটুনির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ, ধৃতদের নিয়ে হল ভিডিওগ্রাফি
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement