West Bengal Lottery Result: ছিলেন চিটফান্ডের এজেন্ট, হঠাৎ কোটিপতি বেকার যুবক! হাজির থানায়, ক্যানিংয়ে ঘটলটা কী?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Lottery Result: তালদি বাজারের একটি লটারি কাউন্টার থেকে এই টিকিট কাটে সে। সন্ধ্যা হতেই সেই টিকিটের নম্বরে তার এক কোটি টাকা জেতার খবর আসে।
#ক্যানিং: ফের লটারিতে দিন বদল এক সাধারণ মানুষের। এবারের ঘটনা ক্যানিংয়ে। জানা গিয়েছে, ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের বয়েরসিং গ্রামের রফিক আলি গাজী মঙ্গলবার ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কাটে। তালদি বাজারের একটি লটারি কাউন্টার থেকে এই টিকিট কাটে সে। সন্ধ্যা হতেই সেই টিকিটের নম্বরে তার এক কোটি টাকা জেতার খবর আসে।
সেই আনন্দে তিনি আত্মহারা হয়ে ওঠেন। কিন্তু এরপরই সঙ্গী-সাথীদের সঙ্গে নিয়ে হাজির হন ক্যানিং থানায়। তবে তিনি জানান, নিরাপত্তার কারণেই তিনি ক্যানিং থানার দ্বারস্থ হয়েছেন। সেখানে পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানান কিনি এবং সেখানে একটি লিখিত জমা দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রক্তে কমছিল শর্করা, শেষমেশ মহিলার বুকে মিলল ১০ কেজির টিউমার! বাঁচাল কলকাতা মেডিক্যাল কলেজ
তবে তিনি দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন। এক সময় তিনি চিটফান্ডের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সেখানে তিনি কয়েক লক্ষ টাকা প্রতারিত হন। এরপর সেই টাকা ফেরত দিতে নিজস্ব জায়গা জমি বেচে তাদের পরিশোধ করেন। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও বাবা-মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন রফিক। কিন্তু গতকাল তিনিই কোটিপতি হাওয়ায় খুশি এলাকাবাসী। খুশির হাওয়া পরিবারের অন্দরেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Lottery Result: ছিলেন চিটফান্ডের এজেন্ট, হঠাৎ কোটিপতি বেকার যুবক! হাজির থানায়, ক্যানিংয়ে ঘটলটা কী?