Cancer Treatment: বনগাঁতে বসেই এবার মিলবে স্বাস্থ্য সাথী কার্ডে ক্যানসারের চিকিৎসা! দেখে নিন কোথায়, কীভাবে?

Last Updated:

Cancer Treatment: সীমান্ত এলাকার মানুষজন এবার মারণ রোগ ক্যানসারের চিকিৎসার সুবিধা পাবেন পৌরসভায়! চালু হচ্ছে দারুণ পরিষেবা

+
রোগীর

রোগীর চিকিৎসা

উত্তর ২৪ পরগনা: এবার থেকে মারণ রোগ ক্যানসারের চিকিৎসায় সীমান্ত এলাকার মানুষদের আর রোগী নিয়ে ছুটতে হবে না সুদূর কলকাতায়। এবার দুঃস্থ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বড় সিদ্ধান্ত নিল বনগাঁ পৌরসভা। পৌরসভার উদ্যোগে এবার থেকে ‘স্বাস্থ্য দ্বীপ’ কেন্দ্রে মাসে দু’দিন করে বসবেন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মূলত সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সুলভ চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পৌর প্রধান জানান, লক্ষ্য করা গিয়েছে অনেক গরিব মানুষ ক্যানসারে আক্রান্ত হলেও ঠিক মত চিকিৎসা করাতে পারেন না। এই মারাত্মক রোগের যাতে সময়মত চিহ্নিত ও চিকিৎসা করা যায়, সেইজন্য এই উদ্যোগ। আপাতত মাসে দু’দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য দ্বীপে রোগী দেখবেন। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাহলে আরও রোগী দেখার সময় বাড়ানো হবে।
advertisement
advertisement
স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যাতে মানুষ এই চিকিৎসা পেতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রকল্পে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডাঃ দেবজ্যোতি মাঝি। তিনি বলেন, “বনগাঁ পৌরসভার এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপাতত মাসে দু’দিন আমি এখানে উপস্থিত থাকব ও রোগীদের দেখব। অনেক মানুষই জানেন না যে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে ক্যানসারের বেশিরভাগ চিকিৎসা করানো সম্ভব। সেই বিষয়ে মানুষকে সচেতন করাও আমার দায়িত্ব থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌরসভার এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি বনগাঁর সাধারণ মানুষ। তাঁদের আশা, এর ফলে বহু গরিব রোগী সময়মত সঠিক চিকিৎসা পেয়ে নতুন করে জীবন ফিরে পাবেন।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cancer Treatment: বনগাঁতে বসেই এবার মিলবে স্বাস্থ্য সাথী কার্ডে ক্যানসারের চিকিৎসা! দেখে নিন কোথায়, কীভাবে?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement