#মহেশতলা: রাবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী। চলছে মহেশতলা বিধানসভা উপনির্বাচনের প্রচার। প্রচারে তৃণমূল প্রার্থী দুলাল দাস। মহেশতলা বিধানসভার বিধায়ক কস্তুরী দাসের অকাল প্রয়াণেই এই উপনির্বাচন। মহেশতলা বিধানসভার উপনির্বাচন হবে ২৮ মে।
দুলালবাবু এই এলাকার প্রয়াত বিধায়ক কস্তুরী দাসের স্বামী। মাস খানেক আগেই কস্তুরীদেবী প্রয়াত হন। তারপর শুক্রবার দলের পক্ষ থেকে সেখানকার উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দুলাল দাসের নাম ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-৫ বিজয়ীকে নিয়ে ভাঙড়ে বিজয় মিছিল, উঠল ধৃতদের মুক্তির দাবি
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।