৫ বিজয়ীকে নিয়ে ভাঙড়ে বিজয় মিছিল, উঠল ধৃতদের মুক্তির দাবি

Last Updated:

রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷

#ভাঙড়: রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷ কিন্তু তা সত্ত্বেও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আসন নিজেদের ঝুলিতে পুরেছেন ভাঙড় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। যে আটটির আসনে ভোট হয়েছিল তার মধ্যে বাকি তিনটিতে জিতেছে সবুজ শিবির ৷
মাছিভাঙা, খামারাইট, টোনা, উড়িয়াপাড়া, ডিবডিবাতে বিজয়ী সেই পাঁচ প্রার্থীকে নিয়েই আজ ভাঙড়ের রাস্তায় বিজয় মিছিল ৷ ভাঙড়ের মাছিভাঙায় আজ সকাল থেকেই শুরু হয়েছে নির্দল প্রার্থীদের বিজয় মিছিল ৷ যে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে এত জলঘোলা, সেই গ্রিডের সামনে এসেও মিছিল করেন জয়ী প্রার্থীরা ৷ মিছিলে ছিলেন সমীর পুততুণ্ডও ৷
advertisement
advertisement
আজ মিছিলে আন্দোলনে ধৃতদের মুক্তির দাবিও তোলেন জমিরক্ষা কমিটির সমর্থকরা ৷ পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই জমিরক্ষা কমিটি ও আরাবুল বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উটেছিল ভাঙড় ৷ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জমিরক্ষা কমিটির এক সদস্য ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ৷ সে সময়ই আটক করা হয়েছিল জমি কমিটিরও বেশ কয়েকজনকে ৷ আজ সেই ধৃতদের মুক্তির দাবি ওঠে জমিরক্ষা বাহিনীর তরফে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ বিজয়ীকে নিয়ে ভাঙড়ে বিজয় মিছিল, উঠল ধৃতদের মুক্তির দাবি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement