৫ বিজয়ীকে নিয়ে ভাঙড়ে বিজয় মিছিল, উঠল ধৃতদের মুক্তির দাবি

Last Updated:

রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷

#ভাঙড়: রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷ কিন্তু তা সত্ত্বেও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আসন নিজেদের ঝুলিতে পুরেছেন ভাঙড় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। যে আটটির আসনে ভোট হয়েছিল তার মধ্যে বাকি তিনটিতে জিতেছে সবুজ শিবির ৷
মাছিভাঙা, খামারাইট, টোনা, উড়িয়াপাড়া, ডিবডিবাতে বিজয়ী সেই পাঁচ প্রার্থীকে নিয়েই আজ ভাঙড়ের রাস্তায় বিজয় মিছিল ৷ ভাঙড়ের মাছিভাঙায় আজ সকাল থেকেই শুরু হয়েছে নির্দল প্রার্থীদের বিজয় মিছিল ৷ যে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে এত জলঘোলা, সেই গ্রিডের সামনে এসেও মিছিল করেন জয়ী প্রার্থীরা ৷ মিছিলে ছিলেন সমীর পুততুণ্ডও ৷
advertisement
advertisement
আজ মিছিলে আন্দোলনে ধৃতদের মুক্তির দাবিও তোলেন জমিরক্ষা কমিটির সমর্থকরা ৷ পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই জমিরক্ষা কমিটি ও আরাবুল বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উটেছিল ভাঙড় ৷ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জমিরক্ষা কমিটির এক সদস্য ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ৷ সে সময়ই আটক করা হয়েছিল জমি কমিটিরও বেশ কয়েকজনকে ৷ আজ সেই ধৃতদের মুক্তির দাবি ওঠে জমিরক্ষা বাহিনীর তরফে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ বিজয়ীকে নিয়ে ভাঙড়ে বিজয় মিছিল, উঠল ধৃতদের মুক্তির দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement