হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিয়ে ভাঙড়ে ৫ আসনে জয়ী জমিরক্ষা কমিটি

Last Updated:

গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে আটটি আসনের মধ্যে পাঁচটি আসন নিজেদের দখলে নিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। বাকি তিনটিতে জয় পেল শাসকদল ৷

#ভাঙড়: গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে আটটি আসনের মধ্যে পাঁচটি আসন নিজেদের দখলে নিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। বাকি তিনটিতে জয় পেল শাসকদল ৷
তবে এতে তেমন সুবিধা হয়নি জমিরক্ষা কমিটির ৷ যে আটটি আসনে ভোট হয়েছে সেখানে পাঁচটি আসন পেয়েছে নির্দল ৷ অন্যদিকে সব মিলিয়ে শাসক দলের ঝুলিতে রয়েছে ১১টি আসন ৷  এ দিনের গণনায় পাঁচটি আসন  নির্দলের হাতে এলেও ২ নম্বর ব্লকের পোলেরহাট গ্রাম পঞ্চায়েতে জয় পেলেন আরাবুল ইসলাম ৷ উত্তর গাজিপুর থেকে জিতলেন আরাবুল ইসলামের ছেলে, তৃণমূল প্রার্থী হাকিমুল ইসলাম।
advertisement
advertisement
তবে মাছিভাঙা, খামারাইট, টোনায় জয়ী কমিটি ৷ উড়িয়াপাড়া, ডিবডিবাতেও জয় পেয়েছে জমিরক্ষা কমিটি ৷ ব্যপক গণ্ডোগোলের জেরে সশরীরে উপস্থিত থেকে মনোনয় জমা দিতে ব্যর্থ হয়েছিলেন এই নির্দল প্রার্থীরা ৷ হোয়াটস্যাপে জমা দিয়েছিলেন মনোনয়ন ৷ আদালতের নির্দেশে সেই মনোনয়নে মান্যতা দিয়েছিল কমিশন ৷ হোয়াটস্যাপে মনোনয়ন জমা দেওয়া নয়জনের মধ্যে জয়ী হয়েছেন পাঁচজন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিয়ে ভাঙড়ে ৫ আসনে জয়ী জমিরক্ষা কমিটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement