#ভাঙড়: গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে আটটি আসনের মধ্যে পাঁচটি আসন নিজেদের দখলে নিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। বাকি তিনটিতে জয় পেল শাসকদল ৷ তবে এতে তেমন সুবিধা হয়নি জমিরক্ষা কমিটির ৷ যে আটটি আসনে ভোট হয়েছে সেখানে পাঁচটি আসন পেয়েছে নির্দল ৷ অন্যদিকে সব মিলিয়ে শাসক দলের ঝুলিতে রয়েছে ১১টি আসন ৷ এ দিনের গণনায় পাঁচটি আসন নির্দলের হাতে এলেও ২ নম্বর ব্লকের পোলেরহাট গ্রাম পঞ্চায়েতে জয় পেলেন আরাবুল ইসলাম ৷ উত্তর গাজিপুর থেকে জিতলেন আরাবুল ইসলামের ছেলে, তৃণমূল প্রার্থী হাকিমুল ইসলাম।
আরও পড়ুন: জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের
তবে মাছিভাঙা, খামারাইট, টোনায় জয়ী কমিটি ৷ উড়িয়াপাড়া, ডিবডিবাতেও জয় পেয়েছে জমিরক্ষা কমিটি ৷ ব্যপক গণ্ডোগোলের জেরে সশরীরে উপস্থিত থেকে মনোনয় জমা দিতে ব্যর্থ হয়েছিলেন এই নির্দল প্রার্থীরা ৷ হোয়াটস্যাপে জমা দিয়েছিলেন মনোনয়ন ৷ আদালতের নির্দেশে সেই মনোনয়নে মান্যতা দিয়েছিল কমিশন ৷ হোয়াটস্যাপে মনোনয়ন জমা দেওয়া নয়জনের মধ্যে জয়ী হয়েছেন পাঁচজন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Panchayat Results, Bhangar, Counting room, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Opposition Party, Panchayat Election 2018, Panchayat Election Results 2018, Panchayat polls 2018, Panchayat Polls live, Security, TMC, West Bengal Panchayat Election Results, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নি৪বাচন ২০১৮