শীতের রাতে আতঙ্ক! পাওনাগণ্ডা নিয়ে গণ্ডগোল, রিভলভার থেকে পর পর গুলি, তারপর?

Last Updated:

ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ  শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে। যে রিভলভার থেকে গুলি চলেছে সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

#দক্ষিণবঙ্গ: ব্যবসার হিসাব নিয়ে বিরোধ তো হতেই পারে। কিন্তু তা বলে পকেট থেকে রিভলভার বের করে কেউ পর পর গুলি চালাবে! অন্য কোনও রাজ্যে নয়,এমন ঘটনা ঘটেছে এই রাজ্যেই। পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানের গলসিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যবসায়িক পাওনাগণ্ডা বুঝতে এসে এক ব্যক্তি যে এভাবে গুলি চালাবেন তা ভেবেই অবাক সকলে। গলসি থানার উচ্চগ্রাম মোড় এলাকা থেকে অস্ত্রসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসার হিসাব নিয়ে বচসা। আর তার জেরেই চলল গুলি। পরপর দু রাউন্ড। ঘটনায় যদিও হতাহতের কোনও খবর নেই। অভিযুক্তকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। তার রিভলভারও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে থাকা চারচাকা গাড়িটিও এখন পুলিশের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাত্রি ৮ টা ১৫ মিনিট নাগাদ গলসির উচ্চগ্রাম মোড় এলাকায় ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলম ও তাঁর পার্টনারদের সঙ্গে ইটভাটায় কয়লা সরবরাহকারী শেখ নাজমুল হুদা ওরফে সাহেবের সঙ্গে ব্যবসায়িক হিসাব নিয়ে বচসা হয়। অভিযোগ বচসা চলার সময়ই কয়লা ব্যবসায়ী শেখ নাজমুল হুদা তাঁর কাছে থাকা রিভলভার থেকে শূন্যে ২ রাউন্ড গুলি চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ।
advertisement
ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ  শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে। যে রিভলভার থেকে গুলি চলেছে সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনেকদিন ধরেই ওই ইট ভাটায় কয়লা সরবরাহ করত শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। গত বুধবার সে কয়লার দামের হিসেবনিকেশ করছিল। সেই সময় তাদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের মাঝেই পকেট থেকে রিভালভার বের করে গুলি চালায় সে। কী উদ্দেশ্যে সে এই গুলি চালিয়েছিল, গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল কি না, এসব ব্যাপারে অভিযুক্তকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতের রাতে আতঙ্ক! পাওনাগণ্ডা নিয়ে গণ্ডগোল, রিভলভার থেকে পর পর গুলি, তারপর?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement