শীতের রাতে আতঙ্ক! পাওনাগণ্ডা নিয়ে গণ্ডগোল, রিভলভার থেকে পর পর গুলি, তারপর?
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে। যে রিভলভার থেকে গুলি চলেছে সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
#দক্ষিণবঙ্গ: ব্যবসার হিসাব নিয়ে বিরোধ তো হতেই পারে। কিন্তু তা বলে পকেট থেকে রিভলভার বের করে কেউ পর পর গুলি চালাবে! অন্য কোনও রাজ্যে নয়,এমন ঘটনা ঘটেছে এই রাজ্যেই। পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানের গলসিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যবসায়িক পাওনাগণ্ডা বুঝতে এসে এক ব্যক্তি যে এভাবে গুলি চালাবেন তা ভেবেই অবাক সকলে। গলসি থানার উচ্চগ্রাম মোড় এলাকা থেকে অস্ত্রসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসার হিসাব নিয়ে বচসা। আর তার জেরেই চলল গুলি। পরপর দু রাউন্ড। ঘটনায় যদিও হতাহতের কোনও খবর নেই। অভিযুক্তকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। তার রিভলভারও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে থাকা চারচাকা গাড়িটিও এখন পুলিশের কাছে।
আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাত্রি ৮ টা ১৫ মিনিট নাগাদ গলসির উচ্চগ্রাম মোড় এলাকায় ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলম ও তাঁর পার্টনারদের সঙ্গে ইটভাটায় কয়লা সরবরাহকারী শেখ নাজমুল হুদা ওরফে সাহেবের সঙ্গে ব্যবসায়িক হিসাব নিয়ে বচসা হয়। অভিযোগ বচসা চলার সময়ই কয়লা ব্যবসায়ী শেখ নাজমুল হুদা তাঁর কাছে থাকা রিভলভার থেকে শূন্যে ২ রাউন্ড গুলি চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ।
advertisement
ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে। যে রিভলভার থেকে গুলি চলেছে সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনেকদিন ধরেই ওই ইট ভাটায় কয়লা সরবরাহ করত শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। গত বুধবার সে কয়লার দামের হিসেবনিকেশ করছিল। সেই সময় তাদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের মাঝেই পকেট থেকে রিভালভার বের করে গুলি চালায় সে। কী উদ্দেশ্যে সে এই গুলি চালিয়েছিল, গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল কি না, এসব ব্যাপারে অভিযুক্তকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 8:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতের রাতে আতঙ্ক! পাওনাগণ্ডা নিয়ে গণ্ডগোল, রিভলভার থেকে পর পর গুলি, তারপর?