পাঁচ দিন ধরে চলছে কর্মবিরতি,সরকারি বাস না পেয়ে দুর্ভোগে নাজেহাল যাত্রীরা
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল চলছে।
#কলকাতা: কলকাতা বর্ধমানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এস বি এস টি সি)র অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত। কাজে যোগ না দিয়ে সোমবারও অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন ঠিকা কর্মীরা। এর ফলে দুর্ভোগে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। অনেকের কাছেই বর্ধমান থেকে করুণাময়ী ও ধর্মতলা যাওয়ার জন্য সরকারি বাসই ছিল অন্যতম ভরসা। সেই বাস চলাচল অনিয়মিত হয়ে পড়ায় সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই।
পুজোর আগেই বর্ধমানে বাস বন্ধ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এস বি এস টি সি)র ঠিকা শ্রমিকরা টানা পাঁচ দিন ধরে কর্ম বিরতি পালন করে চলেছেন। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। কাজের দিনে এভাবে সরকারি বাস চলাচল অনিয়মিত হয়ে পড়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। তাছাড়া এই সময় অনেকেই সরকারি বাসে বর্ধমান থেকে কলকাতায় পুজোর বাজার করতে যান। সরকারি বাসই তাদের একমাত্র ভরসা। তারাও এই আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন।
advertisement
advertisement
স্থায়ীকরণ,বেতনবৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বর্ধমান ডিপোর অস্থায়ী কর্মীরা। এর জেরে পর্যাপ্ত বাসের অভাবে এদিন চূড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা। এসবিএসটিসির কালনা ডিপোতেও কর্ম বিরতি চলছে।
advertisement
আন্দোলনরত অস্থায়ী কর্মীদের দাবি,সংস্থার দেওয়া বেতনে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তার ওপর স্থায়ীকরণের ক্ষেত্রে টালবাহানা চলছে। দীর্ঘদিন ধরে এসব বিষয় দপ্তরের মন্ত্রী,সংস্থার চেয়ারম্যানকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন।
বর্ধমানে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা ও করুণাময়ী রুটের সরকারি বাস চলাচল করে। অস্থায়ী কর্মীদের বেশিরভাগ অংশই আন্দোলনে যোগ দেওয়ায় বাস চলাচল বৃহস্পতিবার থেকে অনিয়মিত হয়ে রয়েছে। বেশিরভাগ বাসই সময়ে চলাচল করেনি। তার ফলে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।
advertisement
লাগাতার আন্দোলন শুরু হওয়ায় বাস কমে গিয়েছে। সময়ের অনেক দেরিতে বাস ছাড়ছে। তার ফলে সময়ে কর্মক্ষেত্রে পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 7:57 PM IST