'প্রতিনিয়ত মিথ্যা বলছেন মমতা', এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্যসরকার নিজে দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু দিচ্ছে কেন্দ্রীয় স্কিমের টাকা থেকে।
#হলদিয়া: রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে ICDS মিড ডে মিলের টাকা থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নালিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে স্কুলের ব্যাগ জুতো পোশাকের টাকা অভিভাবকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার আর্জি শুভেন্দুর।
শুভেন্দুর দাবি, লক্ষীর ভাণ্ডারের টাকা রাজ্যসরকার নিজে দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু দিচ্ছে কেন্দ্রীয় স্কিমের টাকা থেকে, প্রথমে ICDS-এর টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেমেন্ট করছে মনোজ পন্থ। পরে পেমেন্ট পেয়ে মিড ডে মিলের টাকাকে এই কাজে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে সব তথ্য আছে। এবার বাচ্চাদের স্কুলে আপনার ভাইপো কমিশন নিয়ে যে পোশাকগুলো দিয়েছে, সেগুলি কেউ পরতে পারছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছি আগামী বছর থেকে স্কুল ব্যাগ, পোশাক, জুতোর টাকা অভিভাবকদের অ্যাকাউন্টে DBD করে পাঠাতে।
advertisement
advertisement
হলদিয়ার সুতাহাটায় বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
শুভেন্দুর কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছেন। পাহাড় হাসছে কই? বিমল গুরুংকে দেখা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জঙ্গলমহল হাসছে, কোথায় হাসছে? কুর্মী আন্দোলনে গত পাঁচ থেকে ছ-দিন জঙ্গলমহল, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সারাদিন মিথ্যা কথা বলছে, এগুলো তারই ফল। সে জন্যই রাজ্য এনআরপি-তে চলছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'প্রতিনিয়ত মিথ্যা বলছেন মমতা', এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর