পাড়ায় পাড়ায় মাদুর পাতুন, দলের কর্মীদের অভিনব নির্দেশ বামনেত্রী মিনাক্ষীর!

Last Updated:

Cpim: মিনাক্ষী আরও বলেন, ''শুধু একজন নয়, আন্দোলনরত ৯-জন শিক্ষক মারা গিয়েছেন। এর বাইরেও কতজন যে মারা গেছেন, তার খবর কেউ নেয়নি।''

মিনাক্ষীর তীব্র আক্রমণ
মিনাক্ষীর তীব্র আক্রমণ
#খেজুরি: ফের তৃণমূল সরকারকে একহাত নিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের খেজুরির কৃষ্ণনগরে সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "অপদার্থ সরকার। অপদার্থ তৃণমূল কংগ্রেসের গোটা পার্টিটা। তাদের দ্বারা পরিচালিত সরকারের জন্যই আজকের বেকার যুবক যুবতীদের এই পরিণতি। দিন দিন সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। ভরসা হারাচ্ছে। এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ আরও বাড়ছে। মানুষের ক্ষোভের আগুনেই এই সরকারকে পুড়তে হবে।"
এখানেই শেষ নয়, মিনাক্ষী আরও বলেন, ''শুধু একজন নয়, আন্দোলনরত ৯-জন শিক্ষক মারা গিয়েছেন। এর বাইরেও কতজন যে মারা গেছেন, তার খবর কেউ নেয়নি।'' তিনি বলেন, ''এই সরকারে ঘুন ধরেছে।
advertisement
খেজুরির কৃষ্ণনগরে যুব সংগঠনের কর্মসূচিতে এসে মিনাক্ষী মুখার্জি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের সংগঠন মজবুত করতে কর্মীদের পাড়ায় পাড়ায় মাদুর পাতার নির্দেশ দেন। মাদুর পেতে এলাকার গরিব মানুষ প্রান্তিক মানুষের অভাব অভিযোগ নিয়ে আন্দোলনে নামারও নির্দেশ দেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাড়ায় পাড়ায় মাদুর পাতুন, দলের কর্মীদের অভিনব নির্দেশ বামনেত্রী মিনাক্ষীর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement