Burdwan Medical College and Hospital : অমিল কর্মী, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকে যেতে হচ্ছে পরিজনদের কোলে চড়ে
- Written by:Saradindu Ghosh
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Burdwan Medical College and Hospital : রোগীর আত্মীয় পরিজনদেরই স্ট্রেচার ঠেলতে হচ্ছে। অনেক সময় রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে পাঁজাকোলা করে
বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে এসে স্ট্রেচারের সমস্যা জেরবার হচ্ছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে স্ট্রেচার মিলছে না। আবার অনেক সময় স্ট্রেচার থাকলেও দেখা মিলছে না ট্রলি বয়ের। তখন রোগীর আত্মীয় পরিজনদেরই স্ট্রেচার ঠেলতে হচ্ছে। অনেক সময় রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে পাঁজাকোলা করে।
দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, পাশের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি জেলার একটা বড় অংশের বাসিন্দারা এই মেডিক্যাল কলেজ হাসপাতাল ওপর নির্ভরশীল। রোগী আসে বিহার, ঝাড়খন্ড থেকেও। এই হাসপাতালে স্ট্রেচার না পাওয়ার সমস্যা রোগীর আত্মীয়-পরিজনদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতিদিনই।
advertisement
আরও পড়ুন : চৌকিদারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের কাছে গোপন নির্দেশ, ঐতিহাসিক এই বাড়িতে ছড়িয়ে নেতাজির অজস্র স্মৃতি
নানা পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ নিয়ে যেতে হয়। তখন স্ট্রেচার ঠেলার লোক থাকে না। বাধ্য হয়েই রোগীর আত্মীয় পরিজনরা স্ট্রেচার ঠেলে রোগী নিয়ে যেতে বাধ্য হন। অনেক সময় সংকটাপন্ন রোগীকে হাসপাতালে নিয়ে এসেও স্ট্রেচারের অভাবে গাড়ি থেকে নামানো যায় না। স্ট্রেচারের জন্য তখন দৌড়াদৌড়ি করতে হয় রোগীর আত্মীয়দের। ভর্তির কাগজ না আসা পর্যন্ত স্ট্রেচার দেওয়া যাবে না বলে রোগীর আত্মীয়দের জানিয়ে দেওয়া হয়। এদিকে এমার্জেন্সির সামনে তখন গাড়িও দাঁড় করাতে দেওয়া হয় না। সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় রোগীর আত্মীয়দের।
advertisement
advertisement

আরও পড়ুন : যেন পাটীগণিতেই গরমিল! এখানে মা ও ছেলের বয়সের ফারাক ৭ বছর, বাবা-ছেলের বয়সের ব্যবধান মাত্র ১১!
অনেক সময় স্ট্রেচার না মেলায় রোগীকে পাঁজাকোলা করে নিয়ে যেতে বাধ্য হন তাদের আত্মীয়রা। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা।স্ট্রেচারজনিত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ জানান, প্রয়োজনের তুলনায় কর্মী কম থাকাতেই এই সমস্যা। ট্রলি বয়ের জন্য আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি তা মঞ্জুর হয়ে যায় বলে আশা করা হচ্ছে। তখন আর এই সমস্যা থাকবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2023 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Medical College and Hospital : অমিল কর্মী, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকে যেতে হচ্ছে পরিজনদের কোলে চড়ে









