Burdwan Medical College and Hospital : বৈদ্যুতিন তারের জঙ্গল, পুরনো বাতানুকূল যন্ত্রের মিছিলে পর পর অগ্নিকাণ্ডের পরও গুরুত্বপূর্ণ এই হাসপাতাল সেই ‘জতুগৃহ’-ই

Last Updated:

বেশ কিছু ঘাটতির কথা পরোক্ষে স্বীকারও করে নিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (Burdwan Medical College and Hospital) কর্তৃপক্ষ

বর্ধমান : বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তার থেকে শিক্ষা নেয়নি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। কার্যত জতুগৃহ হয়ে রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। পুরনো বিল্ডিং গুলিতে তারের জঙ্গল। কিছু জায়গায় সুইচ বক্স ভাঙা। পুরনো বাতানুকূল যন্ত্রের মিছিল হাসপাতাল জুড়ে। যে কোনও সময় ফের অগ্নিকাণ্ডের আশঙ্কায় উদ্বিগ্ন রোগী ও তাদের আত্মীয়রা। বেশ কিছু ঘাটতির কথা পরোক্ষে স্বীকারও করে নিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (Burdwan Medical College and Hospital) কর্তৃপক্ষ।
দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে অন্যতম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া,নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার একটা বড় অংশের বাসিন্দা এই হাসপাতালের ওপর নির্ভরশীল। বিহার, ঝাড়খন্ড থেকেও রোগী আসে এই মেডিকেল কলেজ হাসপাতালে। গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে বিভিন্ন ওয়ার্ডে। অথচ এই হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা বরাবরই উপেক্ষিতই থেকে গিয়েছে বলে অভিযোগ। তার ফলে মাঝেমধ্যেই ঘটছে আগুন লাগার ঘটনা।
advertisement
আরও পড়ুন : সুন্দরবনে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ
গত শনিবার বর্ধমান মেডিকেলের রাধারানি কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে দগ্ধ হয়ে মৃত্যু হয় এক রোগিণীর। সেই ঘটনার রেশ চলছে এখনও।
advertisement
আরও পড়ুন : ইউটিউবারের বিপদ, ভিডিও তৈরি করার সময় আচমকা চলে এল বাঁদর! তার পর?
এর আগেও রাধারানি ওয়ার্ডের একটি বেডে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে হাসপাতালের প্রসূতি বিভাগের কন্ট্রোল প্যানেলে আগুন ধরার ঘটনা ঘটে। তার জেরে কয়েকজন সদ্যোজাত অসুস্থ হয়ে পড়ে। দু-দুবার আগুন লাগে শিশু ওয়ার্ডে। সেখানেও সুইচ বোর্ডে আগুন ধরে গিয়েছিল।
advertisement
আরও পড়ুন : এমন জমকালো সাজ, নববধূ ভেবে কনের বন্ধুকেই অতিথিরা ধরিয়ে দিলেন উপহার!
বিদ্যুৎ সংযোগের সমস্যায় বারবার আগুন লেগেছে নিউ বিল্ডিংয়েও। এই বিল্ডিংয়ের নিচের তলায়, তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন লাগে জরুরি বিভাগের তিন তলার বার্ন ইউনিটেও। বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় উদ্বিগ্ন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা।
হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ বলেন, ‘‘ ইতিমধ্যেই অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। কিছু প্রস্তাব স্বাস্থ্য দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কোথায় কোথায় বিপজ্জনকভাবে তার ঝুলছে তা খতিয়ে দেখা হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Medical College and Hospital : বৈদ্যুতিন তারের জঙ্গল, পুরনো বাতানুকূল যন্ত্রের মিছিলে পর পর অগ্নিকাণ্ডের পরও গুরুত্বপূর্ণ এই হাসপাতাল সেই ‘জতুগৃহ’-ই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement