Viral: এমন জমকালো সাজ, নববধূ ভেবে কনের বন্ধুকেই অতিথিরা ধরিয়ে দিলেন উপহার!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral : বান্ধবী এমন ড্রেস পরে উপস্থিত হয় যে, সবাই তাকেই নববধূ ভেবে উপহার দিতে থাকে।
সবার জীবনেই বিয়ের দিন খুবই স্পেশ্যাল হয়ে থেকে। এটি এমন একটি দিন যে দিন নববধূ এবং বর নিজেকে সবথেকে স্পেশ্যাল মনে করে। কারণ সেদিন সবার নজর শুধু তাঁদের ওপরেই থাকে। কিন্তু কেউ যদি সেই বিয়েতে উপস্থিত হয়ে সমস্ত নজর তার দিকে কেড়ে নেয়, তাহলে সবথেকে খারাপ লাগে সেই নববধু এবং বরের। সম্প্রতি এমনই একটি ঘটনা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে সেই স্টোরি ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে। বান্ধবীর বিয়েতে নববধূর এক বান্ধবী এমন ড্রেস পরে উপস্থিত হয় যে, সবাই তাকেই নববধূ ভেবে উপহার দিতে থাকে।(Friend to bride is mistaken as bride at wedding party)
আরও পড়ুন : ইউটিউবারের বিপদ, ভিডিও তৈরি করার সময় আচমকা চলে এল বাঁদর! তার পর?
ভারতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নববধূ জাঁকজমকপূর্ণ ড্রেস পরে থাকে। কিন্তু বিদেশে বিয়ের অনুষ্ঠানে নববধূ এমন জাঁকজমকপূর্ণ ড্রেস পরে না। বিদেশে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নববধূ সাদা রঙের পোশাক পরে থাকেন। সাধারণত সেই অনুষ্ঠানে আগত অতিথিরা সাদা রঙের ড্রেস এড়িয়ে চলে। কিন্তু এক মহিলা তার বান্ধবীর এমন কাণ্ড সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে শেয়ার করেছে, যা দেখে সকলেই বেশ অবাক হয়েছে। সেই মহিলা তাঁর বান্ধবীর একটি ছবিও শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে যে তার বান্ধবী সাদা রঙের ওয়েডিং গাউন পরে সেই বিয়েতে উপস্থিত হয়েছে। এর ফলে অনেকেই তাকে নববধূ মনে করে উপহার দিতে থাকে।
advertisement
আরও পড়ুন : মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি
বান্ধবীর ধোঁকা -
advertisement
সেই নববধূ জানিয়েছেন যে, যখন তাঁর বান্ধবী তাঁর বিয়েতে এসে উপস্থিত হয় তখন তিনি নিজেই বেশ অবাক হয়ে যান। তিনি দেখেন যে তাঁর বান্ধবী একটি সাদা রঙের গাউন পরে সেখানে এসে উপস্থিত হয়েছেন। বান্ধবীর সেই পোশাক অনেকটাই ওয়েডিং ড্রেসের মতো। এর ফলে সেখানে উপস্থিত অনেকেই তাঁর বান্ধবীকে নববধূ মনে করে, তাকেই উপহার দেওয়া শুরু করে। ওই মহিলা জানিয়েছেন যে, এই ভুল বোঝাবুঝি বান্ধবীর সেই পোশাকের কারণেই হয়েছে। সেই বান্ধবীর এমন করা কখনও উচিত হয়নি। সে কখনও মনে করতে পারেনি যে তার বিয়েতেই তার বান্ধবী এমন একটি কাণ্ড ঘটিয়ে তার বিয়ের অনুষ্ঠান পণ্ড করবে।
advertisement
আরও পড়ুন : চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ
ওয়েডিং ড্রেসে পৌঁছে যায় বান্ধবী -
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে সবাই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। একজন লিখেছেন যে অন্যের বিয়েতে সাদা রঙের ড্রেস পরে আসা কখনও উচিত নয়। অন্য একজন লিখেছেন সত্যি সত্যি সেটি ওয়েডিং ড্রেস মনে হচ্ছে। অনেকেই নববধূর সেই বান্ধবীকে ট্রোল করেছেন। অনেকেই লিখেছেন যে নিজের বান্ধবীর বিয়েতেই এমন ড্রেস পরে আসা তার উচিত হয়নি!
view commentsLocation :
First Published :
February 02, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: এমন জমকালো সাজ, নববধূ ভেবে কনের বন্ধুকেই অতিথিরা ধরিয়ে দিলেন উপহার!