হাবড়া স্টেশনে ওটা কি বুলেট ট্রেন? সত্যি? কয়েক সেকেন্ডের ভিডিও দেখে হতবাক সবাই! আসল খবর কী?

Last Updated:

Habra Bullet Train সমাজমাধ্যমে ভাইরাল হাবড়ায় বুলেট ট্রেনের ভিডিও, জানুন আসল সত্য!

+
বুলেট

বুলেট ট্রেন

হাবরা, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হাবড়ায় কি তাহলে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে বুলেট ট্রেন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে কয়েক দিন ধরেই জল্পনা তুঙ্গে। শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন যাত্রী-সহ নেট নাগরিকদের মধ্যেও যা কৌতূহল বাড়িয়েছিল। কয়েক সেকেন্ডের হাবড়া স্টেশনে বুলেট ট্রেন আসার এই ভিডিও ক্লিপে দেখা যায় স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজনের মাঝেই হঠাৎই এসে পৌঁছয় বুলেট ট্রেন ও পরবর্তীতে সেটি দ্রুত গতিতে হাবড়া স্টেশন ধরে বেরিয়ে যায়। ভিডিওটি দেখে অনেকেই হতবাক হয়ে যান।
advertisement
advertisement
প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এবার হাবড়া থেকে  চলবে বুলেট ট্রেন! হাবড়া স্টেশন সংলগ্ন এলাকার মানুষজন স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কোনও ট্রেন হাবড়ায় দেখেননি তাঁরা। তাঁদের দাবি, ভিডিওটি ভুয়ো এবং পুরোপুরি তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বসিরহাট মহকুমায় এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পাশাপাশি, দত্তপুকুরের একটি স্কুলে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছে এমনই এক এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষজ্ঞদের মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সুবিধা ও সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখলেও, কিছু মানুষ তা অপব্যবহার করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে সমাজে।
advertisement
মজার ছলে হলেও এ ধরনের ভিডিও মানুষকে বিভ্রান্ত করছে বলে মনে করছেন হাবরার সাধারণ মানুষজন। রেলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় বাসিন্দাদের মত, হাবরা স্টেশনে আসেনি কোনো বুলেট ট্রেন, ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি। ফলে কেউ বিভ্রান্ত হবেন না।
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাবড়া স্টেশনে ওটা কি বুলেট ট্রেন? সত্যি? কয়েক সেকেন্ডের ভিডিও দেখে হতবাক সবাই! আসল খবর কী?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement