স্যুটকেস ভর্তি পুতিনের মলমূত্র! ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনেও সঙ্গে আনেন রক্ষীরা! কেন জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Putin's Poop Suitcase: এতে নেই কোনও নথি বা অস্ত্র, বরং এর ব্যবহার শরীরবৃত্তীয় বর্জ্য, অর্থাৎ (Vladimir Putin) প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ ও বহনের জন্য। কিন্তু কেন? কেন এই অদ্ভুত ব্যবস্থা?
advertisement
advertisement
advertisement
ফরাসি ম্যাগাজিন Paris Match-এর এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছিল, রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিস (FSO)-এর সদস্যরা বিদেশ সফরে প্রেসিডেন্টের মলমূত্র বিশেষ প্যাকেটে সংগ্রহ করে, তারপর বিশেষ ব্রিফকেসে মস্কোতে নিয়ে আসেন। ২০১৭ সালে ফ্রান্স সফর এবং ২০১৯ সালে সৌদি আরব সফরের সময়ও একইভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement