Budget Travel Plan: এই দিঘিতে বেড়াতে এলেই বিশাল রুই-কাতলা পাবেন! সঙ্গে রাখতে হবে শুধু 'একটি' জিনিস, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Budget Travel Plan: আপনি যদি ছিপ নিয়ে মাছ ধরতে ভালবাসেন। তাহলে চলে আসুন এই দিঘিতে।
রায়দিঘি: আপনি যদি ছিপ নিয়ে মাছ ধরতে ভালবাসেন, তাহলে চলে আসুন রায়দিঘির দিঘিতে। আপনার জন্য প্রতি বৃহস্পতিবার ও রবিবার মাছ ধরার সুযোগ দিচ্ছে ব্লক প্রশাসন।
সেপ্টেম্বরের প্রথম থেকে দিঘি মাছ ধরার জন্য খুলে দেওয়া হচ্ছে। অনলাইন বা অফলাইনে পাস নিয়ে যেতে হবে মাছ ধরতে। প্রথম দিনেই মাছ ধরতে জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যশিকারিরা এসেছিলেন।
আরও পড়ুন: ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, মুহূর্তে বদলাবে আবহাওয়া! বড় খবর
তিন হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মাছ পড়বে সেগুলি আপনার। এরকম ৩০ টি পাস নেওয়া যাবে। সারাদিন মনের আনন্দে মাছ ধরতে পারবেন।
advertisement
advertisement
প্রথম দিন রায় দিঘির বিধায়ক ড: অলক জলদাতা মাছ ধরা দেখতে গিয়েছিলেন। তিনি নিজেও সেখানে মাছ ধরেন। এ নিয়ে তিনি জানিয়েছেন। এভাবে ব্লক প্রশাসনের উদ্যোগে মাছ ধরার সুযোগ করে দেওয়া এলাকায় প্রথম। যারা মাছ ধরছেন তারা খুবই আনন্দ পাচ্ছেন। সব বড় বড় মাছ পাচ্ছে সকলে। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই মাছ ধরার সুযোগ মিলবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Budget Travel Plan: এই দিঘিতে বেড়াতে এলেই বিশাল রুই-কাতলা পাবেন! সঙ্গে রাখতে হবে শুধু 'একটি' জিনিস, জানুন